ডেইলী নিউজ বাংলা ডেস্ক , আপলোডের সময় : বুধবার, ২১ সেপ্টেম্বর, ২০২২ , আজকের সময় : মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪

ওয়াজ শুনে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় বোয়ালমারীর দুই জন নিহত 

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারী উপজেলার দুই জন বাসিন্দা ওয়াজশুনে বাড়ি ফেরার পথে সোমবার রাত ১১ টার দিকে  সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে। নিহতরা হলো ময়না ইউনিয়নের চরবর্নি গ্রামের শুকুর শেখ (৬০) ও মো. আবজাল মোল্লা (৫০)।
নিহত শুকুর শেখকে মঙ্গলবার দুপুরে ও আফজাল মোল্লাকে বুধবার (২১ সেপ্টেম্বর) দুপুরে জানাজা শেষে মাটি দেওয়া হয়।
স্থানীয় সুত্রে জানা যায়, পাশ্ববর্তী সালথা উপজেলার গোট্টি ইউনিয়ন বড়দিয়া থেকে ওয়াজ শুনে সোমবার রাতে মাহেন্দ্রযোগে বাড়ি ফিরছিলো ওই দুইজন । বাড়ি ফেরার পথে সোনাপুর মোড়ে রাত ১১ দিকে পৌঁছালে মাহেন্দ্রটি উল্টে খাদে পড়ে যায়। এ সময় অহত অবস্থায় শুকুর শেখ ও আফজাল মোল্লাকে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক শুকুর শেখকে মৃত ঘোষনা করে। আফজাল মোল্লাকে ফরিদপুর বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন। সেখান থেকে মঙ্গলবার ঢাকা নেওয়া পথে সন্ধ্যায় ঢাকার গাবতলি পৌঁছালে আফজাল মোল্লা মারা যায়।
ময়না ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল হক  সড়ক দুর্ঘটনায় দুই জনের মৃত্যুর খবর নিশ্চিত করে বলেন, সোমবার ওয়াজ শুনে বাড়ি ফেরার পথে বর্নিচর গ্রামের দুই জন সোনাপুর মোড়ে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে। নিহতদের মঙ্গলবার ও বুধবার মাটি দেওয়া হয়।
বোয়ালমারী থানা অফিসার  ইনচার্জ মুহাম্মদ আব্দুল ওহাব বলেন, সড়ক দুর্ঘটনার স্থান যেহেতু সালথা থানার মধ্যে সেহেতু সালথা  থানায় যোগাযোগ করেন