মোঃবেল্লার হোসেন
দশমিনা(পটুয়াখালী)প্রতিনধি পটুয়াখালীর দশমিনায় নিজের গায়ে কেরোসিন ঢেলে আগুন দিয়েছেন সুমি (৩০) নামে এক গৃহবধূ। তিনি দশমিনা থানার সহকারি উপ-পুলিশ পরিদর্শক(এএসআই) সহিদুল আলমের স্ত্রী। মঙ্গলবার রাত আড়াই টার দিকে থানা সংলগ্ন ওই পুলিশ কর্তার ভাড়া বাসায় এ ঘটনা ঘটে। সবুজ বাগ থানা সংলগ্ন হারুন ফরেস্টারে এর তৃতীয় তলা ভবনের নিচ তলায় স্ত্রীকে নিয়ে থাকতেন এএসআই সহিদুল আলম। বিয়ের পর দীর্ঘদিন ধরে বাচ্চা না হওয়ার কারণে প্রায়ই দুশ্চিন্তা ও পাগলামি করতেন সুমি। এ নিয়ে অনেক চিকিৎসক ও কবিরাজ দেখিয়েও কোন লাভ হয়নি। তবে সহিদুল তার স্ত্রীর প্রতি সব সময় সন্তুষ্ট ছিলেন ও পারিবারিক কোন কলহ ছিলনা।
তিনি বলেন, সহিদুলের স্ত্রী নিজের গায়ে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে দেন। পরে তিনিসহ সুমির স্বামী ও থানার পুলিশরা তাকে উদ্ধার করে দশমিনা হাসপাতালে নিয়ে যান।দশমিনা হাসপাতালের চিকিৎসক ডাক্তার মিঠুন চন্দ্র হাওলাদার বলেন, ওই পুলিশ কর্তার স্ত্রী সুমির শরীরের ৫০ শতাংশের বেশি আগুনে পুড়ে গেছে। তাকে রাতেই উন্নত চিকিৎসার জন্য বরিশাল শে-রে-ই বাংলা মেডিকেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
সুমির স্বামী দশমিনা থানার সহকারি উপ-পুলিশ পরিদর্শক(এসআই) সহিদুল জানান আমি রাতে ডিউটিতে ছিলাম কেন কি কারনে কেরসিন দিয়ে আগুন দিছে বুজতে পারছিনা । স্ত্রীকে নিয়ে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শে-রে-ই বাংলা মেডিকেল হাসপাতাল থেকে এখোন ঢাকার পথে।
ডেইলী নিউজ বাংলা ডেস্ক
,
আপলোডের সময় :
বুধবার, ২১ সেপ্টেম্বর, ২০২২ ,
আজকের সময় :
বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪
পুলিশ কর্মকর্তার স্ত্রীর শরীরে আগুন
Print [1]