নাগরপুর প্রতিনিধিঃ টাংগাইলের নাগরপুর উপজেলায় শারদীয় দুর্গাপূজা ২০২২ উপলক্ষে প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ২১ সেপ্টেম্বর উপজেলার অডিটোরিয়ামে উপজেলা প্রশাসনের আয়োজনে সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহি অফিসার ইউএনও ওয়াহিদুজ্জামানের সভাপতিত্বে সহকারী কমিশনার ভূমি মো. ইকবাল হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. হুমায়ুন কবির, ছামিনা বেগম সিপ্রা, অফিসার ইনচার্জ ওসি মো. সাজ্জাদ হোসেন,আরও উপস্থিত ছিলেন বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান বৃন্দ এবং উপজেলার সনাতন ধর্মাবলম্বী পূজা আয়োজকবৃন্দ।
উপজেলায় মোট পূজামন্ডপ ১৩৫ টি। এর মধ্যে নাগরপুর সদর ইউনিয়নে ২৮ টি, ভাদ্রা ১৯ টি, ভারড়া ১৫ টি, মামুদনগর ১২টি, মোকনা ১১ টি, পাকুটিয়া ৯টি, বেকড়া ৮টি, সলিমাবাদ ৩টি, ধুবড়িয়া১২ টি,গয়হাটা ১১ টি ও সহবতপুর ৭ টি।
এসময় বক্তরা পূজার সার্বিক সহযোগিতা নিরাপত্তার বিষয় গুলো তুলে আলোচনা করেন।
Print [1]