মোঃবেল্লাল হেসেন
দশমিনা(পটুয়াখালী) প্রতিনিধি
পটুয়াখালী দশমিনা উপজেলায় পৃথক ঘটনায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।
২১ সেপ্টেম্বর বুধবার উপজেলার বহরমপুর ৫ নং বহরমপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের উত্তর আদমপুর গ্রামের ও ৬ নং বাঁশবাড়ীয়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের চরহোসনাবাদ গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় ও পরিবারিক সূত্রে জানা যায় বুধবার বিকেল ৫ টায় উত্তর আদমপুর গ্রামের মামুন হোসেনের দেড় বছরের কন্য ফাতিমা মায়ের সাথে খালা বাড়ি বেড়াতে এসে উঠনে খেলা করলে সকলের অগোচরে বাড়ির পশ্চিম পাশের পুকুরে পরে যায় না পেয়ে খোজাখুজি করার পর ঐ পুকুর ভাসতে দেখে উদ্ধার করে দশমিনা স্বাস্থ্য কমপ্লেক্সে এ নিয়ে আসলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডাঃ সাদিয়া খায়ের শিশু ফতিমাকে মৃত্যু ঘোষনা করেন।
অপর দিকে বুধবার সন্ধ্যা আগে চরহোসনা বাদ ৩ নং ওয়ার্ড নিবাসি খলিল খানের আড়াই বছরের কন্যা নাফিজা বাড়ির উঠানে খেলা করতে গিয়ে সকলের চোখ ফাঁকিদিয়ে ঘরের পূর্ব পাশের পুকুরে পরে যায়।অনেক খোজ করে না পেয়ে বাড়ির পুকুরে খুজতে থাকে পরে ডুবন্ত পেয়ে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে জরুরী বিভাগের কর্তব্য রত চিকিৎসক ডাঃ রাহুল বিন হালিম মৃত্যু ষোষনা করেন।
ঐ রাতেই দুই শিশুকে নিজ নিজ বাড়ির গ্রস্থানে দাফন করা হয়।
Print [1]