ডেইলী নিউজ বাংলা ডেস্ক , আপলোডের সময় : বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর, ২০২২ , আজকের সময় : শুক্রবার, ৩ মে, ২০২৪

ব্রাহ্মণবাড়িয়ায় ধান চাউল সংগ্রহ অভিযানের লক্ষ্যমাত্রা পূরণ হয়নি

আশিকুর রহমান রনি
ব্রাহ্মণবাড়িয়া ( আশুগঞ্জ ) প্রতিনিধ দেশে জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির কারনে উচ্চ মূল্যে ধান ক্রয় করে সরকারের প্রত্যাশিত দামে
মিলাররা সময় মতো চাউল দিতে পারেনি । আর এতে ব্যাহত হয়েছে সরকারিভাবে ধান ও চাউল সংগ্রহ
অভিযান লক্ষ্য মাত্রা । ব্রাহ্মণবাড়িয়া জেলা খাদ্য দপ্তর সূত্র জানায়, এ বছর জেলায় ৪০ টাকা দরে
সিদ্ধ ৪৩৮২৫ মে:টন লক্ষ্যমাত্রায় ৩৮৬১১মেট্রিক টন অর্জন, ৩৯ টাকা দরে ৯৮৮৭ মে: টন আতপ
চাউল সংগ্রহের লক্ষ্যমাত্রায় ৯৮৫০ মেট্রিক টন সংগ্রহ লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয় । যা মোট
সংগ্রহের আতপ ৯৯.৬২ % সিদ্ধ ৮৯% । ২৭ টাকা কেজি দরে ধান ১৪৬৩০ মেট্রিক টন ধান সংগ্রহ
অভিযানের কথা থাকলেও মাত্র ১১৯৭৮ মেট্রিক টন ধান সংগ্রহ করতে সক্ষম হয় । যা মোট লক্ষ
মাত্রার ৮১.৮৮% অর্জনের সামর্থ্য হয় । ব্রাহ্মণবাড়িয়ার চলতি বোরো মৌসুমের সংগ্রহ অভিযানের
উদ্বোধনের মধ্য দিয়ে সরকারিভাবে বোরো ধান , চাউল সংগ্রহ গত ১৬ মে থেকে শুরু হয়ে ৩১শে অগাস্ট
শেষ হয় । চাতলকল মালিক সমিতির আশুগঞ্জ উপজেলা সাধারণ সম্পাদক হাজী মো: হেলাল শিকদার
জানান , এবার হাওড়া অঞ্চলে আগাম বন্যায় অপরিপক্ক ধান কাটতে হয়েছে । এই অপরিপক্ক ধানে
চাউল উৎপাদন কম । মোকামে ধান কম আসায় ধান বেশি দামে কিনতে হয়েছে , তাই উৎপাদন খরচ বেড়ে
যাওয়ায় সংগ্রহ সম্পূর্ণ লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব হয়নি । তবে সংগ্রহের লক্ষ্যমাত্রার সময়ে একটু
বাড়িয়ে দিলেই হয়তো অর্জন সম্ভবত । ব্রাহ্মণবাড়িয়া জেলা খাদ্য নিয়ন্ত্রক মোহাম্মদ জাকারিয়া
মোস্তফা এর সাথে কথা বললে তিনি জানান আগস্ট মাসে শেষের দিকে আশুগঞ্জ মুকামে ধান কম আসায়
মিলাররা সময়ে চাহিদা মত ধান ক্রয় করে চাউল সরবরাহ করতে পারেনি । তাই সংগ্রহ লক্ষ্য মাত্রা
কিছুটা কম হয়েছে ।