মোঃবেল্লাল হেসেন দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি
” নিরাপদ ও আনন্দদায়ক পরিবেশে মানসন্মত শিক্ষা “
এই প্রতিপাদ্যকে সামনে রেখে পটুয়াখালী দশমিনা উপজেলা প্রশাসনের উদ্যোগে শনিবার সকাল ৯ টায় পালিত হয় মিনা দিবস ২০২২।
দিবসটি উপলক্ষে শনিবার সকালে উপজেলার গুরুত্বপূর্ন সড়কে র্যালী ও উপজেলা পরিষদ কনফারেন্স হল রুমে আলোচনা সভা ও শিশুদের সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ মহিউদ্দিন আল হেলাল এর সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ জাফর আহমেদ, উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ মাহাবুবুল আলম জান্টা, উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ আল-মামুন, উপজেলা মেডিকেল অফিসার ডাঃ গোলাম সরোয়ার, উপজেলা দূর্নীতি দমন প্রতিরোধ কমিটির সভাপতি আহম্মেদ ইব্রাহিম অরবিল, সাধারন সম্পাদক মোশারেফ হোসেন, মৎস্য মেরিন ফিসারিস মোঃ নাজমুল, দশমিনা মডেল সরকারি প্রথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মেরি সুলতানা সহ বিভিন্ন কলেজ, স্কুল ও মাদ্রাসার শিক্ষক – শিক্ষিকা গন।
অনুষ্ঠান শেষে ৮০ জন শিক্ষার্থীদেকে পুস্কার প্রদান করা হয়।
Print [1]