ডেইলী নিউজ বাংলা ডেস্ক , আপলোডের সময় : সোমবার, ২৬ সেপ্টেম্বর, ২০২২ , আজকের সময় : মঙ্গলবার, ৭ মে, ২০২৪

দশমিনায় খালে বিষ প্রয়োগ করে মাছ নিধোন করায় মানববন্ধন।

মোঃবল্লাল হোসেন
দশমিনা(পটুয়াখালী) প্রতিনিধি পটুয়াখালী দশমিনা উপজেলার বাঁশবাড়ীয়া ইউনিয়নের চরহোসনাবাদ গ্রামের দেড় হাজার সাধারন জনগন গন সোমবার সকাল ১১ টায় অবৈধ ভাবে খালে বিষ প্রয়োগ করে মাছ ধরার প্রতিবাদে মানববন্ধন করে।
বাঁশবাড়ীয়া ০৩ নং ইউনিয়ন পরিষদ সদস্য রাজ্জাক সিকদার বলেন চরহোসনাবাদ ও দশমিনার সংযোগ খাল নির্ভরশীল প্রায় ৫শত জেলে আছে যাহারা মলা,ডেলা,বাইলা সহ বিভিন্ন প্রজাতির মাছ ধরে বাজারে বিক্রি করে জীবিকা নির্ভাহ করে তাদের সংসার পরিজনের খরচ যোগান কিন্তু প্রায় ২ বছর পর্যন্ত এলাকার কিছু অসাধু ব্যক্তি নিজেদের ভাগ্য উন্নয়নে আধাররাতে খালে কিটনাশক প্রয়োগ করে মাছ ধরে তাহাতে এলাকার অন্য জেলেদের জীবন জীবিকা নষ্ট হচ্ছেএ বং চরহোসনাবাদ খালে প্রায় ২০-২৫ টি চায়না/ রিং জাল যাহার দৈর্ঘ ১-২শত ফুট ব্যবহার করে আগামীদিনের মাছের বংশ নিধোন করছে কিছু অসাধু ব্যক্তি। আমি এলাকার জনগনের পক্ষে এ সকল অসাধু লোকদের চিহ্নিত করে আইনের আওয়াতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির নিবেদন করছি উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয়ের কাছে।