মোঃবেল্লাল হোসেন
দশমিনা(পটুয়াখালী)প্রতিনিধি
পটুয়াখালী দশমিনা উপজেলার দশমিনা ও বাঁশবাড়ীয়া ইউনিয়নের খালে রাতের আধারে অসাধু মৎস্যস্বীকারী কতৃক বিষ প্রয়োগ করে মাছ নিধনে মানববন্ধন করেন স্থানীয় জনসাধারন ও জনপ্রতিনিধি গন।
সোমবার সকাল ১১ টায় উপজেলার চরহোসনাবাদ ব্রিজের চৌরাস্তায়র এ মানববন্ধন করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায় দীর্ঘদিন যাবত কিছু অসাধু মৎস্যজীবী ও অসাধু ব্যক্তিরা ঐ খালে রাতের অধারে কিটনাশক প্রয়োগ করে মাছ স্বীকার করে আসছে। আরো জানা যায় ঐ খাল নির্ভর প্রায় ২শত পরিবার তাদের জীবীকা নির্ভাহ করে থাকেন। ঐ খালের মাছ স্বীকার করে বাজাওে বিক্রি করে এলাকার পরিবার গুলো তাদের পরিবার পরিজন নিয়ে দুবেলা দুমুঠো আহার তুরে দেন, কিন্তু কিছু অসাধু লোকেরা দীর্ঘদিন বিষ(কীটনাশক)প্রয়োগ করে মাছ স্বীকার করে তাদেও জীবন জীবীকায় হুমকিতে ফেলেছে।
মানববন্ধনে বাশবাড়ীয়া ইউনিয়ন পরিষদ সদস্য রাজ্জাক সিকদার ও চরহোসনাবাদ ব্যবসায়ী মেহেদী মিরাজ বলেন এ খাল প্রায় ২শত মানুষের জীবীকা নির্ভাহের জন্য। কিছু অসাধু ব্যক্তিরা প্রায়ই খালে বিষ(কীটনাশক) দিয়ে মাছ ধরে। তাহাতে একবার বিষ দিলে ১ মাসে খালে মাছ আসেনা। ওই সকল আসাধু ব্যক্তিদের কারনে সংসার পরিজন নিয়ে বিপাকে সাধারন জেলেরা। উপজেলা প্রশাসনের কাছে এ সকল অসাধু ব্যক্তিদের দৃষ্টন্তমূলক শাস্তির দাবি জানাই।
থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মেহেদী হাসান বলেন, উপজেলা প্রশাসনের সাথে যোগাযোগ করে মৎস্য সম্পদ রক্ষায় ঐসকল লোকদের চিহ্নিত করে ভ্রাম্যমান আদলতের মাধ্যমে অথবা নিয়মিত মামলা রুজু করে শাস্তির ব্যবস্থা করা হবে।
উপজেলা মৎস্য কর্মকর্তা মাহাবুবুল আলম বলেন মৎস্য সম্পদ রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।