ডেইলী নিউজ বাংলা ডেস্ক , আপলোডের সময় : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২০ , আজকের সময় : শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪

দশমিনায় উপজেলা করোনা কমিটির মত বিনিময় সভা অনুষ্ঠিত

মো.বেল্লাল হোসেন: ১৭ সেপ্টেম্বর সকাল ১০ঘটিকার সময় পটুয়াখালীর জেলার দশমিনা উপজেলা পরিষদ মিলনায়তনে , কোভিড-১৯ করোনা ভাইরাস মোকাবেলায় দশমিনা উপজেলায় করোনা প্রতিরোধ কমিটি ও নাগরিক সমাজের এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয় । দশমিনা উপজেলা নির্বাহী অফিসার মোসাঃ তানিয়া ফেরদৌসের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, কোস্ট ট্রাষ্টের জেলা টিম লিডার এবং সি.এফ.টি.এম. প্রকল্পের সমন্বয়ক মোঃ নাজমুস সাকিব।

এছাড়াও বক্তব্য রাখেন- দশমিনা উপজেলা বাল্ব বাংলাদেশেরে উপজেলা কমিটির সভাপতি ও উপজেলা জলবায়ু ফোরামের সভাপতি- পাবেল মাহামুদ রায়হান বাদল। বিষেশ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, অন্বেষার পরিচালক মোঃ মজিবুর রহমান টিটু, উপজেলা পরিসংখ্যান অফিসার মোঃ মনিরুল ইসলাম,দশমিনা থানা অফিসার ইনচার্জ মোঃ জসিম,উপজেলা পরিষদের মহিলা ভাইসচেয়ারম্যান ডাঃ সামছুন্নাহার খান ডলিসহ বিভিন্ন জিও-এনজিও প্রতিনিধিগণ।

সভায় করোনা ভাইরাস মোকাবেলায় জনসচেতনতামূলক উপজেলার বিভিন্ন জনগুরুত্বপুর্ন এলাকায় মাইক যোগে প্রচার,হ্যান্ড বিল বা লিফলেট বিতরন,বিভিন্ন হাট-বাজার ও লঞ্চঘাট, বাসস্ট্যান্ড সমূহে হাত ধোঁয়ার ব্যাবস্থাসহ বেশ কয়েকটি গুরুত্বপুর্ন বিষয় সুপারিশমালা উপস্থাপন করেন দশমিনা উপজেলা নির্বাহী অফিসার মোসাঃ তানিয়া ফেরদৌস। উক্ত সুপারিশগুলো যথাযথ ভাবে বাস্তবায়ন করবেন বলে আশাবাদ ব্যাক্ত করা হয়।