ডেইলী নিউজ বাংলা ডেস্ক , আপলোডের সময় : শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২০ , আজকের সময় : মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫

শার্শায় গলায় ওড়না দিয়ে দুই সন্তানের জননী অত্নহত্যা করল।


নিজস্ব প্রতিবেদক: যশোরের শার্শা উপজেলার সাত মাইলে গলায় ওড়না দিয়ে দুই সন্তানের জননী মমতাজ খাতুন(৩৩)নামে গৃহবধূ আত্নহত্যা করেছে।সে সাতক্ষীরা জেলার আশাশুনি থানার গড়পুতা গ্রামের মহাতাবের মেয়ে। শুক্রবার(১৮ সেপ্টেম্বর)সকালে বাগ আঁচড়া ইউনিয়নের সাত মাইল রাশেদের চাতালের ভেতর আত্নহত্যা করে।

আত্নহত্যাকারি হলো রুদ্রপুর গ্রামের আব্দুল্লাহর স্ত্রী সে দুই সন্তানের জননী ছিলো। স্থানীয়রা মেম্বর আলমগীর জানান,শুক্রবার সকালে ঘটনাটি শুনে ঘটোনাস্থলে এসে দেখি আড়ার সাথে নিথর দেহ ঝুলে আছে। পুলিশের এসে স্থানীয়দের সহায়তায় নিথর দেহ নামানো হয়।নিহতের স্বামী পালাতক আছে।

বাগ আঁচড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ উত্তম কুমার বিশ্বাস জানান,ঘটনাটি তার স্বামী ও গ্রামের মেম্বর থানায় জানায়। ঘটোনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে লাশটি ময়নাতদন্তর জন্য মর্গে পাঠানো হবে।পোষ্টমার্ডার রিপোট হাতে পেলে বিষয়টি বোঝা যাবে।