ডেইলী নিউজ বাংলা ডেস্ক , আপলোডের সময় : শুক্রবার, ৩০ সেপ্টেম্বর, ২০২২ , আজকের সময় : বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪

দশমিনায় বীর মুক্তিযোদ্ধাদের ডিজিটাল সার্টিফিকেট ও আইডি কার্ড বিতরন

মোঃবেল্লাল হোসেন
দশমিনা(পটুয়াখালী) প্রতিনিধি পটুয়াখালী দশমিনা উপজেলায় প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার সন্ধ্যা ৭ টায় উপজেলা অডিটোরিয়া হল রুমে উপজেলার বীর মুক্তিযোদ্ধাদের ডিজিটাল সার্টিফিকেট ও আইডি কর্ড বিতরন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মোঃ মহিউদ্দিন আল হেলাল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে স্থানীয় সংসদ সদস্য এস এম শাহজাদা এমপি বীর মুক্তিযোদ্ধাদের ডিজিটাল সার্টিফিকেট ও আইডি কার্ড বিতরন করেন।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান নাসির পালোয়ান, মহিলা ভাইস চেয়ারম্যান সামছুরন্নাহার খান ডলি, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ জাফর আহমেদ, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ মেহেদী হাসান, উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা ডাঃ আতিকুর রহমান, উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ আল-মামুন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ সেলিম মিয়া সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, সহকারী শিক্ষক ও সুশীল সমাজের নেত বৃন্দ ও বীর মুক্তিযোদ্ধা গন।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন যাহারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছেন বাংলাদেশের সন্তানদের নির্বিচারে হত্যা করে বাড়ি ঘর লুট করে মা-বোনদের ইজ্জত নষ্ট করেছে তাদের এ দেশে মন্ত্রীর বানিয়েছে তাদের দিয়ে দেশ শাসন করেছে। আর জাতির জনক বঙ্গবন্ধুর নেতৃত্বে যে সকল সাধারণ জনগন যুদ্ধ করে শহীদ হয়েছে এবং মুক্তিযুদ্ধ করে জীবীত আছেন তাদের মাননীন প্রধানমন্ত্রী যোগ্য সন্মানে ভূষিত করেছে তাদের সন্মানি ভাতা দিচ্ছে।