ডেইলী নিউজ বাংলা ডেস্ক , আপলোডের সময় : শুক্রবার, ৩০ সেপ্টেম্বর, ২০২২ , আজকের সময় : মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫

দশমিনায় সামাজি সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত

মোঃবেল্লাল হোসেন
দশমিনা(পটুয়াখালী) প্রতিনিধি পটুয়াখলী দশমিনা উপজেলায় বৃহস্পতিবার বিকেল ৪ টায় পরিষদ কনফারেন্স হল রুমে সামজিক সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ মহিউদ্দিন আল হেলাল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য এস এম শাহজাদা এমপি। সামসজিক সম্পীতি সমাবেশে আরো উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান নাসির পালোয়ান, মহিলা ভাইস চেয়ারম্যান সামছুরন্নাহার খান ডলি, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ জাফর আহমেদ, উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মীকর্তা ডাঃ মোস্তাফিজুর রহমান, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃমেহেদী হাসান, বাঁশবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী কালম সহ বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রসার প্রভাষক, শিক্ষা-শিক্ষিকা, জনপ্রতিনিধি সহ স্থানীয় গন্য মান্যব্যক্তি বর্গ। উক্ত সভায় সভাপতি, প্রধান অতিথি সহ বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ জাফর আহমেদ, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মেহেদী হাসান, উপজেলা মাধ্যমিক সমিতির সাধারন সম্পাদক কাজী আনোয়ার, বীর মুক্তিযোদ্ধ আবুল হোসেন মাতুব্বর, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মোঃ সেলিম, শিক্ষক প্রতিনিধি সামসুরন্নহার ডলি, ইমাম সমিতির সভাপতি আলহাজ্ব মাওলানা মোসলেম উদ্দিন, উপজেলায় বারবার স্বর্নপদক প্রাপ্ত কৃষক কাজী আনিচুর রহমান প্রমূখ।