ডেইলী নিউজ বাংলা ডেস্ক , আপলোডের সময় : রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২০ , আজকের সময় : বুধবার, ১৫ জানুয়ারী, ২০২৫

কিশোরগঞ্জে দক্ষিণ দুরাকুটি যুব স্টার ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত

কিশোরগঞ্জ (নীলফামারি) প্রতিনিধি: নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় দক্ষিণ দুরাকুটি যুব স্টার কতৃক আয়োজিত ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হয়। শনিবার বিকাল ৪ঘটিকায় বাহাগিলী ইউনিয়নের ময়নাকুড়ি র মাঠ প্রাঙ্গণে এই উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হয়।

উক্ত খেলায় যে দুটি শক্তিশালী দল অংশ গ্রহণ করেন , তারা হলেন মুশরুত জাগরত একাদশ বনাম উত্তর দুরাকুটি টাইগার একাদশ। উক্ত উদ্বোধনী খেলায় বাহাগিলী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এমদাদুল হকের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, বাহাগিলী ইউনিয়নের চেয়ারম্যান আতাউল রহমান শাহ দুলু, বাহাগিলী ইউনিয়নের ৪নং ওয়ার্ডের সদস্য আব্দুল মজিদ, বাহাগিলী ইউনিয়ন আওয়ামী যুবলীগের আহবায়ক আবদুল মজিদ, সমাজসেবক মুকুল, বাহাগিলী ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জাদু মিয়া, আরও স্থানীয় নেতৃবৃন্দরা। খেলাটি পরিচালনা করেন, রুবেল হোসেন।