ডেইলী নিউজ বাংলা ডেস্ক , আপলোডের সময় : মঙ্গলবার, ৪ অক্টোবর, ২০২২ , আজকের সময় : রবিবার, ৫ মে, ২০২৪

দশমিনায় জাতীয় কন্যা দিবস উদযাপন

মোঃবেল্লাল হোসেন
দশমিনা(পটুয়াখালী)প্রতিনিধি “ সময়ের অঙ্গীকার, কন্যা শিশুর অধিকার ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে পটুয়াখালী দশমিনা উপজেলা পরিষদ কনফারেন্স হল রুমে মঙ্গলবার সকাল ১০ টায় উপজেলা প্রশাষন ও মহিলা বিষয়ক অধিদপ্তর, দশমিনার আয়োজনে জাতীয় কন্যা দিবস উদযাপন করা হয়।
কন্যা দিবসে প্রদান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ জাফর আহমেদ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জেসমিন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ আরিফ হোসেন, উপজেলা তথ্য ও সেবা অধিদপ্তর,দশমিনা কর্মকর্তা নাদিরা আফরোজ, উপজেলা মহিলা বিষয়ক প্রশিক্ষক আসমা আক্তার, মোসাঃ নাছিমা সহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী গন। প্রধান অতিথি তার সমাপনী বক্তব্যে বলেন, সমাজে কন্যারা আর পিছিয়ে নই। বিশ্বের সাথে তালমিলিয়ে সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত থেকে দেশের উন্নয়নে কাজ করে যাচ্ছে। তাই কন্যাকে অবহেলার চোখে না দেখে সু-শিক্ষায় শিক্ষিত করার জন্য সকলে এগিয়ে আসার আহবান জানান।