ডেইলী নিউজ বাংলা ডেস্ক , আপলোডের সময় : বৃহস্পতিবার, ৬ অক্টোবর, ২০২২ , আজকের সময় : মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫

বোয়ালমারীতে দুই  মাদকের ডিলার মাদকসহ আটক, মাদক বেঁচাকেনার ব্যবহৃত ইজিবাইক জব্দ

বোয়ালমারী (ফরিদপৃর) প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রুপাপাত ইউনিয়নের কদমী গ্রামের আল আমিন মোল্যা (২৫) ও সাগর শেখকে (২৪) গাঁজাসহ আটক করেছে পুলিশ। আল আমিন মোল্যা কদমী গ্রামের ইসহাক মেম্বারের (সাবেক) ও সাগর শেখ রুপাপাত গ্রামের ফিরোজ শেখের ছেলে। আটকের সময় মাদক বেঁচাকেনার কাজে ব্যবহৃত একটি ইজিবাইক জব্দ করেছে পুলিশ। আল আমিন মাদকের ডিলার বলে এলাকার একাধিক ব্যক্তি জানান।
ডহরনগর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. আজাদ হোসেন বলেন, গত বুধবার দিবাগত রাত ১০ টার দিকে গাঁজা বেঁচাকেনার সময় রুপাপাত দেলোয়ার শেখের মুদি দোকানের সামনে পাকা রাস্তার উপর থেকে আল আমিন ও সাগরকে ১ শ’ গ্রাম গাঁজাসহ আটক করা হয়। এ সময় মাদক বেঁচাকেনার ব্যবহৃত একটি ইজিবাইক জব্দ করা হয়। এরা দুইজন এই ইজিবাইক নিয়ে বিভিন্ন এলাকায় নিয়মিত মাদক বেঁচাকেনা করে আসছে দীর্ঘদিন।
আটককৃতদের নামে মাদক মামলা প্রক্রিয়াধীন রয়েছে।