1. zillu.akash@gmail.com : admi2017 :
  2. editor@dailynewsbangla.com : Daily NewsBangla : Daily NewsBangla
চতুর্থবারের মতো পদ্মাসেতু হয়ে টুঙ্গিপাড়া গেলেন প্রধানমন্ত্রী - dailynewsbangla
বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৬:২১ অপরাহ্ন
শিরোনাম:
ভেড়ামারায় ভুয়া ডাক্তার আটক, ভ্রাম্যমান আদালতে ৩ মাসের জেল অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত দৌলতপুরে শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের সাথে (ইউএনও)’র মত বিনিময় সভা ভেড়ামারায় পৌরসভা নগর উন্নয়ন শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত ভেড়ামারায় আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মহাদেবপুরে বিএনপি’র সৌহার্দ ও সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত বন্ধ হওয়া উত্তরা এক্সপ্রেস ট্রেন আবারও চালুর দাবিতে স্মারকলিপি প্রদান দৌলতপুরে সড়ক দূর্ঘটনায় স্কুল শিক্ষক নিহত ৫ আগষ্ট পরবর্তী  আহত ও নিহতদের বিচার না হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয়- ছাত্র সমন্বয়ক  হাসনাত আব্দুল্লাহ  দশমিনায় বীজ ও সার বিতরণ উদ্ধোধন 

চতুর্থবারের মতো পদ্মাসেতু হয়ে টুঙ্গিপাড়া গেলেন প্রধানমন্ত্রী

ডেইলী নিউজ বাংলা ডেস্ক
  • আপডেট টাইম : শুক্রবার, ৭ অক্টোবর, ২০২২
কাজে মোস্তফা রুমি, স্টাফ রিপোর্টার: চতুর্থবারের মতো পদ্মাসেতু হয়ে ব্যক্তিগত সফরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় গিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার (৭ অক্টোবর) সকাল সাড়ে ৭টার দিকে বঙ্গভবন থেকে টুঙ্গিপাড়ার উদ্দেশে যাত্রা শুরু করেন প্রধানমন্ত্রী, ১০ টার দিকে টুঙ্গিপাড়া পৌঁছান তিনি।
প্রধানমন্ত্রীর সফর ঘিরে টুঙ্গিপাড়াসহ জেলাজুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে। টুঙ্গিপাড়া পৌঁছে তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধে পুষ্পস্তবক অর্পণ এবং ফাতেহাপাঠ ও বিশেষ মোনাজাত করেন। প্রধানমন্ত্রীর সঙ্গে রয়েছেন তার ছোটবোন শেখ রেহানা। টুঙ্গিপাড়া থেকে আজই ঢাকায় ফিরবেন প্রধানমন্ত্রী।
গত ৪ জুলাই সবশেষ পদ্মাসেতু হয়ে টুঙ্গিপাড়ায় যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই সফরে ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলসহ পরিবারের অন্যান্যরাও ছিলেন।
এদিকে প্রথমবারের মতো পদ্মা সেতু হয়ে টুঙ্গিপাড়া যাচ্ছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। বঙ্গভবন থেকে জানানো হয়, দুপুর ২টার দিকে রাষ্ট্রপতি সড়কপথে বঙ্গভবন থেকে টুঙ্গিপাড়ার উদ্দেশে রওনা হবেন। বিকাল সোয়া ৪টা রাষ্ট্রপতি বঙ্গবন্ধুর সমাধিসৌধ কমপ্লেক্সে পৌঁছাবেন তিনি। বিকেল সাড়ে ৪টায় বঙ্গবন্ধুর সমাধিসৌধে পুষ্পস্তবক অর্পণ, ফাতেহা পাঠ, বিশেষ মোনাজাত ও পরিদর্শন বইয়ে স্বাক্ষর করবেন।
বিকাল পৌনে ৫টায় একটি চা চক্রে অংশ নেবেন রাষ্ট্রপতি। পরে সোয়া ৫টায় টুঙ্গিপাড়া থেকে কালনা সেতু ও মধুমতি নদী পরিদর্শনে যাত্রা করবেন তিনি। সেখান থেকে সন্ধ্যা ৬টা ১০ মিনিটে মাদারীপুরের শিবচরের উদ্দেশে রওনা দেবেন আবদুল হামিদ। সেখানে প্রয়াত ইলিয়াস আহমেদ চৌধুরীর কবর জিয়ারত ও ইলিয়াস আহমেদ চৌধুরী কলেজ মসজিদ দর্শন করবেন রাষ্ট্রপতি। সন্ধ্যা ৭টা ২০ মিনিটে শিবচর থেকে বঙ্গভবনের উদ্দেশে যাত্রা শুরু করার কথা রয়েছে রাষ্ট্রপতির।

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো সংবাদ