ডেইলী নিউজ বাংলা ডেস্ক , আপলোডের সময় : শনিবার, ৮ অক্টোবর, ২০২২ , আজকের সময় : শুক্রবার, ২৪ জানুয়ারী, ২০২৫

দৌলতপুরে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার

ফরিদ আহমেদঃ  কুষ্টিয়া দৌলতপুর থানা পুলিশের বিশেষ অভিযানে কুখ্যাত ও পেশাদার মাদক ব্যবসায়ী মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক আসামী পুলিশের হাতে গ্রেফতার হয়েছে।

শুক্রবার দিনগত রাত অনুমানিক ১ টার সময় উপজেলা বাজার এলাকা থেকে মোস্তাফিজুর রহমান টুটুল কে আটক করে পুলিশ। টুটুল উপজেলা খাদ্য গুদাম পাড়া এলাকার আলাম বিশ্বাস চিনুর ছেলে, মোস্তাফিজুর রহমান টুটুল মাদক মামলায় যাবৎ জীবন সাজাপ্রাপ্ত আসামী।

এ বিষয়ে দৌলতপুর থানা অফিসার ইনচার্জ মজিবুর রহমান বলেন, দৌলতপুর থানা পুলিশের ওয়ারেন্ট তামিল, অবৈধ মাদকদ্রব ও অবৈধ অস্ত্র উদ্ধার চলমান অভিযানে কুখ্যাত ও পেশাদার মাদক ব্যবসায়ী মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী মোস্তাফিজুর রহমান টুটুলকে গ্রেফতার করে জেল হাজতে পাঠানো হয়েছে।