বিধান মন্ডল (ফরিদপুর) প্রতিনিধিঃ ফরিদপুরের সালথা উপজেলায় পরকীয়ার টানে দুই সন্তানের জননী ওমান প্রবাসীর স্ত্রী উধাও হয়েছে বলে খবর পাওয়া গেছে। ঘর ছাড়ার সময় নগদ টাকা ও দামী মালামাল নিয়ে গেছে ঐ প্রবাসীর স্ত্রী। উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের কুমারপট্টি গ্রামে মঙ্গলবার (৪ অক্টোবর) এই ঘটনা ঘটে।
জানা যায়, উপজেলার সোনাপুর ইউনিয়নের নটখোলা গ্রামের আলম মোল্যার মেয়ে সাহিদা বেগমের (৩৫) সাথে প্রায় ১৫/১৬ বছর পূর্বে পার্শবর্তি মাঝারদিয়া ইউনিয়নের কুমারপট্টি গ্রামের কুদ্দুস মাতুব্বরের ছেলে ইমরান মাতুব্বরের (৪০) বিয়ে হয়। বিয়ের পর সজিব মাতুব্বর (১৪) ও সোয়াইব মাতুব্বর (৫) দুই পুত্র সন্তানের জন্ম হয়। উন্নত জীবনের আশায় ইমরান মাতুব্বর বিয়ের পর ওমানে পারি জমান, শেষ আড়াই বছর আগে ইমরান ওমান যান।
ইমরান মাতুব্বরের প্রতিবেশি ওসমান ব্যাপারীর পুত্র আলম ব্যাপারীর (২৫) সাথে বিভিন্ন সময়ে সখ্যতা গড়ে ওঠে সাহিদা বেগমের। বিভিন্ন সময়ে তাদের একত্রে দেখা গেছে। আলম ব্যাপারী পেশায় একজন কৃষক ও অবিবাহিত। গত মঙ্গলাবার (৪ অক্টোবর) সকালের দিকে সাহেদা বেগম স্বামীর বাড়ি থেকে বের হয়ে ফিরে আসে নাই। বাড়ি থেকে বের হওয়ার আগেই সাহিদা বেগম তার ব্যবহৃত জামা-কাপর সড়িয়ে ফেলেন। সাহিদা বেগমের ঘরছাড়ার ব্যাপারে আলমের দিকেই অভিযোগ সকলের।
এই বিষয়ে জানতে আলমের বাড়িতে গেলে তাকে পাওয়া যায় নাই, পরিবারের সদস্যরা জানায় আলম কয়েকদিন যাবত বাড়িতে নাই, তার ব্যবহৃত মোবাইল নম্বরটিও বন্ধ পাওয়া যায়। এই ঘটনায় সাহিদার ভাই লিটু মোল্যা বুধবার (৫ অক্টোবর) সালথা থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ তদন্তকারী কর্মকর্তা সালথা থানা পুলিশের এস আই আঃ বাছেদ বলেন, আলমের পরিবার তাদের ছেলে ও ঐ নারীকে উদ্ধার করে দিতে চেয়েছে। তাদের উদ্ধারের পর সিদ্ধান্ত নেওয়া হবে।