ডেইলী নিউজ বাংলা ডেস্ক , আপলোডের সময় : শনিবার, ৮ অক্টোবর, ২০২২ , আজকের সময় : শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫

সালথায় মোটরসাই‌কেল দূর্ঘটনায় চার বছ‌রের শিশু নিহত

বিধান মন্ডল (ফ‌রিদপুর) প্রতি‌নি‌ধিঃ ফ‌রিদপু‌রের সালথা উপ‌জেলায় মোটরসাই‌কেল দূর্ঘটণায় চার বছ‌রের এক শিশু নিহত হওয়ার খবর পাওয়া গে‌ছে। নিহত শিশুর নাম রিফাত খা, সে উপ‌জেলার সোনাপুর ইউ‌নিয়‌নের রু‌বেল খার ছে‌লে। শ‌নিবার (৮ অক্টোবর) বিকালে নিহতের বা‌ড়ির কা‌ছে রাস্তা পার হবার সময় এই দূর্ঘটনা ঘ‌টে।
স্থানীয় সূ‌ত্রে জানা যায়, শ‌নিবার দুপু‌রের দি‌কে রিফা‌তের বা‌ড়ির কা‌ছে ফুকরা বাজার সংলগ্ন পাঁকা রাস্তা পার হ‌চ্ছিল, এসয় সোনাপুর থে‌কে দ্রুতগামী এক‌টি মটরসাই‌কেল রিফাত‌কে ধাক্কা দি‌লে রিফাত প‌রে যায়। স্থানীয়রা তা‌কে ফ‌রিদপুর হাসপাতা‌লে নি‌য়ে যায়, সেখা‌নে রিফা‌তের অবস্থা খারাপ হ‌লে উন্নত চি‌কিৎসার জন‌্য ঢাকায় নেওয়ার প‌থে রিফাত মারা যায়। ঘাতক মরটসাই‌কে‌ল‌টি আটক ক‌রে রাখে। মটরসাই‌কেল আরাহীরা পা‌লি‌য়ে যায়।
ছোট্ট শিশু রিফাত মটরসাই‌কেল দূর্ঘটনায় নিহত হবার ঘটনায় এলাকায় শোকের ছায়া নে‌মে এ‌সে‌ছে।
এই বিষ‌য়ে সালথা থানা অফিসার ইনচার্জ (ও‌সি) মোঃ শেখ সাদীক ব‌লেন, ঘটনাস্থ‌লে পু‌লিশ পাঠা‌নো হ‌য়ে‌ছে। এই বিষ‌য়ে আইগত ব‌্যবস্থা প‌ক্রিয়াধীন র‌য়ে‌ছে।