ডেইলী নিউজ বাংলা ডেস্ক , আপলোডের সময় : সোমবার, ১০ অক্টোবর, ২০২২ , আজকের সময় : রবিবার, ২৫ মে, ২০২৫

বোয়ালমারীতে গলায় ফাঁস নিয়ে বৃদ্ধর মৃত্যু

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারী উপজেলার দাদপুর ইউনিয়নের নাগদী গ্রামে মো. ইদ্রিস শেখ (৬০) নামের এক বৃদ্ধ গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছে। জানা যায়,
সোমবার (৯ অক্টোবর) দিবাগত রাত ১১ টার দিকে বসত বাড়ির পাশে রশি দিয়ে মেহেগনী গাছের সাথে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করে। তাকে গাছের সাথে ঝুলতে দেখে থানা পুলিশকে খবর দিলে পুলিশ লাশ প্রাথমিক ময়না তদন্ত শেষে তার পরিবারের কারো কোন অভিযোগ না থাকায় লাশ তার পরিবারকে বুজে দেন।
দাদপুর ইউপি চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন বলেন, ইদ্রিস শেখ রশি দিয়ে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছে। শুনেছি মানসিক সমস্যা ছিল।
থানা অফিসার ইনচার্জ মুহাম্মদ আব্দুল ওহাব, আত্মহত্যার ঘটনায় তার পরিবারের কোন অভিযোগ না থাকায় লাশ তার পরিবারের কাছে বুজে দেওয়া হয়েছে। আত্মহত্যার ঘটনায় ইউডি মামলা হয়েছে।