ডেইলী নিউজ বাংলা ডেস্ক , আপলোডের সময় : সোমবার, ১০ অক্টোবর, ২০২২ , আজকের সময় : শুক্রবার, ২৪ জানুয়ারী, ২০২৫

কুষ্টিয়ায় স্কুল ছাত্রীকে ধর্ষণ মামলায় ৬৫ বছর বয়সী বৃদ্ধা গ্রেফতার

নিজস্ব প্রতিনিধিঃ  কুষ্টিয়া সদর উপজেলার আলামপুর ইউপির দহকুলা গ্রামের তেকোনাপাড়ার ডোবার ধারে কুড়িয়ে পাওয়া নবজাতকের স্কুল ছাত্রীকে ধর্ষন মামলায় এজাহারভুক্ত আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব-১২ সিপিসি-১ এর একটি অভিযানিক দল।
০৯ অক্টোবর রাতে কুষ্টিয়া জেলার ইবি থানা এলাকায় কন্দর্পদিয়া গ্রাম থেকে ধর্ষণের দায়ে অভিযুক্ত আসামী দহকুলা এলাকার জোনাপ মল্লিকের ছেলে নিজাম উদ্দিন (৬৫) কে আত্মগোপনে থাকা অবস্থায় গ্রেফতার করা হয়।
সোমবার ১০ অক্টোবর প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন র্যাব-১২ কোম্পানি কমান্ডারের স্কাডীন লীডার মোঃ ইলিয়াস হোসেন।
জানা যায়, গত ০৪ অক্টোবর কুষ্টিয়া জেলার সদর থানাধীন দহকুলা এলাকার তেকনাপাড়া গ্রামে একটি নবজাতক শিশুকে পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায়। পরে শিশুটিকে গ্রামের লোকজন উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। পরবর্তীতে নবজাতকের মায়ের পরিচয় এলাকায় জানাজানি হয়ে যায়। একই গ্রামের ১৩ বছর বয়সী এক স্কুল ছাত্রীকে তার দূর সম্পর্কের নানা ২০২২ সালের জানুয়ারি মাসে নিজ বাড়িতে ধর্ষণ করে। এক পর্যায়ে মেয়েটি অন্তসত্ত্বা হয়ে পড়ে। গত ০৪ অক্টোবর ২০২২ তারিখ ধর্ষিতা মেয়েটি একটি কন্যা সন্তান প্রসব করে এবং নবজাতককে ধর্ষকের বাড়ির পাশে একটি পরিত্যক্ত পুকুরে ফেলে রেখে যায়।
উক্ত ঘটনায় ধর্ষিতার পিতা বাদী হয়ে ধর্ষন মামলা দায়ের করে।