ডেইলী নিউজ বাংলা ডেস্ক , আপলোডের সময় : মঙ্গলবার, ১১ অক্টোবর, ২০২২ , আজকের সময় : বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪

উপজেলা  টাস্কফোর্স কমিটির মা ইলিশ সংরক্ষণে অভিযান।

মোঃবেল্লাল হোসেন
দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি  পটুয়াখালী দশমিমা উপজেলায় দশমিনা-বাউফল সীমানাবর্তী তেঁতুলিয়া নদী এলাকায় উপজেলা মৎস্য সংরক্ষণ টাস্কফোর্স কর্তৃক মা ইলিশ রক্ষায় সোমবার দিনব্যাপি অভিযান পরিচালনা করে উপজেলা মৎস্য অফিস  ও নৌ পুলিশ।
অভিযান পরিচালনার সময় একটি মাছ ধরা ট্রলারকে ধাওয়া করা হয়। জেলেরা পালিয়ে যেতে সক্ষম হলেও বিপুল পরিমাণ কারেন্ট জালসহ ডিঙি নৌকা ও  ইলিশ মাছ জব্দ করা হয়। উপজেলা মৎস্য অফিসের মেরিন ফিসারিস মোঃ নাজমুল জানান অভিযানে  ৮০হাজর মিটার কারেন্ট জাল মূল্য ৪-৫ লাখ টাকা ও একটি ডিঙ্গি নৌকা  এবং ৩০ কেজি ইলিশ মাছ জব্দ করা হয় । পরে উপজোলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্যরেট মোঃ মহিউদ্দিন আল হেলাল জব্দকৃত জাল বিনষ্ট করেন এবং মাছ এতিমখানায় বিতরণ করা হয়। তিনি আরো বলে আবরোধ পরবর্তীদিন গুলোতে নদীতে মা ইলিশ প্রজনন সময় আরো কঠোর অবস্থানে থাকবে প্রশাসন।