ডেইলী নিউজ বাংলা ডেস্ক , আপলোডের সময় : মঙ্গলবার, ১১ অক্টোবর, ২০২২ , আজকের সময় : বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫

ফরিদপুর জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন মুহাম্মদ আব্দুল ওহাব

বোয়ালমারী  (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুর জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে নির্বাচিত হয়েছেন বোয়ালমারী থানার মুহাম্মদ আব্দুল ওহাব। এ ছাড়া শ্রেষ্ঠ এসআই হিসেবে পুরুস্কার পেলেন, এসআই মামুন ইসলাম এবং বিশেষ পুরুস্কার প্রাপ্ত হলেন,
এএসআই মনির হোসেন, এএসআই সফিউদ্দিন। জানা যায়, গত সেপ্টেম্বর মাসে বোয়ালমারী থানার আইন-শৃঙ্খলার উন্নতি, মাদক উদ্ধার, অপরাধ দমন, চুরি ছিনতাই রোদ, ওয়ারেন্ট  তামিল, মামলা নিষ্পত্তি, জুয়ার আসর নিপাত সহ থানা এলাকার সার্বিক পরিস্থিতিতে বিশেষ অবদান রাখায় তারা শ্রেষ্ঠ হিসেবে নির্বাচিত হন। মঙ্গলবার (১১ অক্টোবর) ফরিদপুর জেলার পুলিশ সুপার মো.শাহজাহান পি পি এম (সেবা) এর নিকট থেকে শ্রেষ্ঠ পুরুস্কার গ্রহণ করেন।