ডেইলী নিউজ বাংলা ডেস্ক , আপলোডের সময় : মঙ্গলবার, ১১ অক্টোবর, ২০২২ , আজকের সময় : শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫

প্রতিবন্ধি আবেদাকে হুইল চেয়ার উপহার দিলেন ইউএনও

মোঃবেল্লাল হোসেন
দশমিনা(পটুয়াখালী) প্রতিনিধি পটুয়াখালী দশমিনা উপজেলার আরোজবেগী বাজারে চা বিক্রেতা প্রতিবন্ধি আবেদাকে মঙ্গবার হুইল চেয়ার উপহার দিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ মিহউদ্দিন আল হেলাল।
জান যায় উপজেলার আরোজবেগী গ্রামের মৃত্য সহিদুল মোল্লাল স্ত্রী আবেদা বেগম(৩০) জন্মের ৬ বছর পর থেকে শরীরের বাম পা জ¦রে অবস হয়ে যায় শত চিকিৎসা করার পরও ভালো হয়নি। জীবিকার তাগিদে স্বামী মারাযাবার পর গত ৫-৬ বছর আরোজবেগী বাজারে ভাড়া করা দোকানে চা বিক্রি করে সংসার পরিচালনা করেন।
বিভিন্ন সংবাদ মাধ্যমে উপজেলা নির্বাহী কর্মকর্তার দৃষ্টিগোচর হলে তিনি নিজে গিয়ে আবেদা বেগমের স্বাভাবিক ভাবে চলাচলের জন্য একাটি চার চাক্কার হুইল চেয়ার উপহার দেন।
আবেদা বেগম হুইল চেয়ার পেয়ে আনন্দিত। তিনি বলেন এ চেয়ারটি আমার বহুদিন আগেই প্রয়োজ ছিলো টাকার অভাবে কিনতে পারিনি। উপজেলা ইউএনও স্যার আজ আমাকে একটি হুইল চেয়ার দিছে আল্লাল তাকে ভালো রাখুক দোয়া করি।