বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারী পৌরসভার ৫ নং ওয়ার্ডের আমগ্রাম শিবপুর সংলগ্ন দাসের বাড়ি রেল গেট পার হওয়ার সময় বুধবার (১২ অক্টোবর) সকাল ৮টার দিকে মোছা. আছিরন নেছা (২৮) নামের এক নারী রেলে কেটে মারা গেছে। তার সাথে থাকা তার ছেলে আরিয়ন (৩) পায়ে মাথায় আঘাত পেয়ে মারাত্মক আহত হয়। আহত আরিয়নকে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে প্রাথমিক চিকিৎসা শেষে ফরিদপুর বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এলাকা সূত্রে জানা যায়, ওই নারীর বাড়ি গোপালগঞ্জ জেলার কাশিয়ানী থানার কাকদী গ্রামে। তার স্বামীর নাম টুটুল মৃধা। সে গত এক মাস আগে উত্তর শিবপুর গ্রামের তার বাবা নাজিমুদ্দিন শেখে বাড়িতে এসে কবিরাজি চিকিৎসা নিচ্ছিলেন। বুধবার সকালে বাড়ি থেকে বের হয়ে রেল ক্রসিং পার হওয়ার সময় অসাবধানতাবশত গোপালগঞ্জ হইতে রাজশাহীগামী টুংগীপাড়া এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে।
বোয়ালমারী থানার এসআই মনির হোসেন বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। লাশ ঘটনাস্থলে আছে। রাজবাড়ি থেকে জিআরপি পুলিশ আসতেছে। তারা এসে লাশ ময়না তদন্ত করবেন।