
মোঃবেল্লাল হোসেন দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি পটুয়াখালীর দশমিনা উপজেলা বিএনপি’র অস্থায়ী কর্যালয়ে শুক্রবার বিকেলে নব গঠিত কমিটির পরিচিতি সভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা বিএনপি’র সভাপতি আবদুল আলিম তালুকদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সাবেক সভাপতি ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য হাসান মামুন।
উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক শাহআলম শানুর সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট মজিবুর রহমান টোটন ও মিজানুর রহমান, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. আল আমিন হাওলাদার প্রমুখ।
সভায় উপজেলা বিএনপির নতুন কমিটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, যুবদল, ছাত্রদল, মহিলাদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করে বিশেষ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
Print [1]