ডেইলী নিউজ বাংলা ডেস্ক , আপলোডের সময় : শনিবার, ১৫ অক্টোবর, ২০২২ , আজকের সময় : শনিবার, ২৪ মে, ২০২৫

বিভাগে চ্যাম্পিয়ন দশমিনা উপজেলার লিমা

মোঃবেল্লাল হোসেন দশমিনা(পটুয়াখালী) প্রতিনিধি ৪৯ তম বাংলাদেশ জাতীয় স্কুল, মদ্রাসা ও কারিগরি ক্রীড়া প্রতিযোগিতায় বিভাগীয় পর্যায় বড় গ্রুপে মুক্ত সাতার প্রতিযোগিতায় বিভাগীয় পর্যায় চ্যাম্পিয়ন দশমিনা উপজেলার লিমা।

জানা যায় গত কাল শুক্রবার বরিশাল জেলা স্কুল  মাঠে সকাল ১০ টায় ৪৯ তম বাংলাদেশ জাতীয় স্কুল, মদ্রাসা ও কারিগরি ক্রীড়া প্রতিযোগিতায় শুভ উদ্বোধন করেন বরিশাল শিক্ষা বোর্ডের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আ ফ ম বাহারুল আলম।
উক্ত প্রতিযোগিতায় শনিবার সকাল ১০ টায় অস্কোট হাইস্কুল বরিশাল সুইমিংপুলে বিভাগীয় পর্যায়  সাতার বড় দলে ৬টি জেলার প্রতিযোগিরা অংশগ্রহন করে। ৬ টি জেলার মধ্যে পটুয়াখালী জেলার দশমিনা উপজেলার বেগম আরেফাতুন্নেছা বালিকা বিদ্যালয়ের নবম শ্রেনীর ছাত্রী লিমা চ্যাম্পিয়ন হয়।
বেগম আরেফাতুন্নেছা বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ লুৎফার রহমান জানান আমার বিদ্যালয়ের  নবম শ্রেনীর ছাত্রী লিমা জেলায় চ্যাম্পিয়ন হয় এবং অদ্য দিন বিভাগে চ্যাম্পিয়ন হয়।আগামী ১৭ অক্টোবর সাতক্ষীরায় (জোন) অংশগ্রহন করবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মো. মহিউদ্দিন আল হেলাল জানান, আমি শুনেছি বিভাগীয় পর্যায় মুক্ত সাতার প্রতিযোগিতায় দশমিনা উপজেলার বেগম আরেফাতুন্নেছা বালিকা বিদ্যালয়ের নবম শ্রেনীর ছাত্রী লিমা চ্যাম্পিয়ন হয়েছে। আগামী ১৭ অক্টোবর  আঞ্চলিক পর্যায় সাতক্ষীরায় অংশগ্রহণ করবে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে অভিনন্দন জানাই। আমার বিশ্বাস লিমা আঞ্চলিক পর্যায়ে চ্যাম্পিয়ন হয়ে জাতীয় পর্যায় চ্যম্পিয়ন হয়ে বরিশাল বিভাগ, পটুাখালী জেলা ও দশমিনা উপজেলার সুনাম বাংলাদেশে ছড়িয়ে দেবে। উপজেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে পৃষ্ট পোষকতা  করা হচ্ছে।