
মোঃবেল্লাল হোসেন
দশমিনা(পটুয়াখালী) প্রতিনিধি পটুয়াখালী দশমিনা উপজেলা প্রশাসনের উদ্যোগে মঙ্গলবার সাকাল ৯ টায় শহীদ শেখ রাসেলের ৫৯ তম জন্মদিন উদযাপন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মোঃ মহিউদ্দিন আল হেলাল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য এস এম শাহজাদা এমপি।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল আজিজ, ভাইস চেয়ারম্যান নাসির পালোয়ান, মহিলা ভাইস চেয়ারম্যান সামছুরন্নাহার খান ডলি, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ জাফর আহমেদ, উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ জিয়াউর রহমান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সেলিম মিয়া, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক বাবু গৌতম রায়, এ্যাড.বশির উদ্দিন, সাংগঠনিক সম্পাদক গাজী মিজান, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক -শিক্ষিকা ও আওয়ামীলীগ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।
দিবসটি উপলক্ষে সকাল ৯ টায় উপজেলা পরিষদে শহীদ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা প্রশাসন আওয়ামীলীগ ও সহযোগি সাংগঠন, ও বিভিন্ন সামাজিক সংগঠন তারপর র্যালী, শহীদ মিনারে আলোচনা সভা, দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়।
Print [1]