ডেইলী নিউজ বাংলা ডেস্ক , আপলোডের সময় : মঙ্গলবার, ১৮ অক্টোবর, ২০২২ , আজকের সময় : শুক্রবার, ২৪ জানুয়ারী, ২০২৫

দৌলতপুরে সুদের টাকার কারনে একবছর ধরে চলছে হামলা-মামলা সহ ভাঙচুর

নিউজ ডেস্কঃ কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার পিয়ারপুর ইউনিয়নের পোড়া সলুয়া গ্রামের দুই গ্রুপের মধ্যে সুদ কারবারির ১ হাজার টাকার জের ধরে গত এক বছর ধরে চলে আসছে হামলা মামলা সহ ভাংচুর।

তারি ধারাবাহিকতা দুই গ্রুপের মধ্যে মঙ্গলবার সকাল থেকে চলছে ধাওয়া-পাল্টা ধাওয়া ককটেল বিস্ফোরণসহ ইট-পাটকেল ছোড়াছুড়ি এতে ঘটনাস্থলেই দুই গ্রুপের অন্তত ৭ জন আহত হয়েছে বলে দাবি করেন দুই গ্রুপের লোকজন। এ ঘটনার পর থেকে পুরো এলাকা জুড়ে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ, ঘটনাস্থল স্ব শরীরে পরিদর্শন করছেন দৌলতপুর থানা অফিসার ইনচার্জ মজিবুর রহমান।

জানাযায়, গত এক বছর আগে রনজিৎ মালের কাছ থেকে ১ হাজার টাকা সুদে নেয় একই এলাকার ছামেদ মন্ডল নামে এক ব্যাক্তি পরবর্তীতে সেই সুদের টাকা ঠিক সময়মত ফেরত দিতে না পারায় বাধে বিপত্তি। এই ১ হাজার টাকাকে কেন্দ্র করে ও টাকা আদায়ের লক্ষে এলাকার মোল্লা, মলিথা ও মাল গ্রুপের লোকজন এক হয়ে মন্ডল গ্রুপের লোকজনের উপর চালাতে থাকে একের পর এক হামলা, মারধর সহ বাড়ি ঘর ভাংচুর। এ ঘটনায় দফায় দফায় হামলা ভাংচুরের মধ্য দিয়ে মঙ্গলবার সকালে স্থানীয় রনজিৎ মাল জাহাঙ্গীর মেম্বর, আসরাফুল ও জাম্মোদ এর নেতৃত্বে জমিতে পানি নেওয়াকে কেন্দ্র করে পূনরায় হামলা চলায় ঐ এলাকার করিম মন্ডলের উপর পরে করিম মন্ডল কে বেধড়ক পিটিয়ে মাঠের ভিতরে ফেলে রেখে এসে হামলা চালায় মন্ডল গ্রুপের লোকজনের বাড়িঘরের উপরে সেখানে বেশকিছু ককটেল বিস্ফোরণসহ ছোড়া হয় ইট-পাটকেল ।

বর্তমান অবস্থা অনেকটাই শান্ত রয়েছে, তবে পুরো এলাকা হয়ে গেছে পুরুষশূন্য।

এদিকে এ বিষয়ে পিয়ারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহেল রানা বুলবুল জানান, আজ সকালে আওয়ামী লীগের একজন কর্মীর উপর হামলা হয়েছে বলে জানতে পেরেছি এবং পরবর্তীতে তা ব্যাপক সহিংসতায় রূপ নেয় পরে সেখানে ককটেল বিস্ফোরণ ও ইট পাটকেল ছোড়াছুড়ি হয় এতে করে সব মিলিয়ে দুইপক্ষের অন্তত ৭ জন জখমী অবস্থায় আহত হয়। পরে পুলিশ সেখানে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।

এ ব্যাপারে তিনি আরো বলেন, আইনশৃংখলা বাহিনীর উর্ধ্বতন কর্মকর্তাদের কাছে আমার অনুরোধ সঠিক তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের আইনের আওতায় এনে শাস্তি প্রদান করা হোক এবং এলাকার ভিতরে কেউ যেন আর বিশৃংখল পরিবেশ সৃষ্টি না করতে পারে সেদিকেও কঠোর নজরদারি করা হোক। এ বিষয়ে দৌলতপুর থানার অফিসার ইনচার্জ মুজিবুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ সেখানে উপস্থিত হয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য পরে সেখানে আরও অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমান পরিবেশ শান্ত রয়েছে। এ ঘটনায় অভিযান চালিয়ে একজনকে আটক করা হয়েছে। এবং তিনি আরো জানান এলাকার পরিবেশ শান্ত রাখার জন্য সর্বোচ্চ ভূমিকা রাখবে দৌলতপুর থানা পুলিশ।