
মোঃবেল্লাল হোসেন
দশমিনা(পটুয়াখালী) প্রতিনিধি পটুয়াখালী দশমিনা উপজেলায় বেগম আরেফাতুন্নেছা বালিকা বিদ্যালয়ের নবম শ্রেনীর ছাত্রী লিমাকে সংবর্ধনা দিলেন বিদ্যালয় কতৃপক্ষ।
গত মঙ্গলবার ৪৯ তম বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা খুলনায় আঞ্চলিক পর্যায়ে বলিকা বড় গ্রুপ মুক্ত সাতারে তৃতীয় স্থান অধিকার করায় বুধবার সকাল ১০ টায় বেগম আরেফাতুন্নেছা বালিকা বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সদস্য, শিক্ষক-শিক্ষাকা ও শিক্ষার্থীরা ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা প্রদান করা হয়।
প্রধান শিক্ষক লুৎফর রহমান বলেন, লিমা আঞ্চলিক পর্যায়ে চ্যাম্পিয়ন হইতো। এই প্রথম বার ওর মধ্যে জড়তা ছিলো। সাতারের পোষাক ছিলোনা। স্কুল ড্রেস পরে সাতার দেয়ায় সমস্যা হয়েছে। পরবর্তীতে এ সমস্য থাকবে না। লিমার এ প্রাপ্তিতে বিদ্যালয়ের ছাত্রীরা আরো উৎসাহিত হবে।
লিমা বলেন, আমার এ প্রাপ্তি দশমিনা উপজেলার সকলের। আশা করি আগামীতে চ্যাম্পিয়ন হয়ে দেখাবো।
বিদ্যালয়ের সভাপতি বলেন আমার বিদ্যালয়ের ক্রীয়ার মানউন্নয়নে আরো গতিশীল আনবো। লিমার দেখাদেখি বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে আগ্রহ যোগাবে।
Print [1]