ডেইলী নিউজ বাংলা ডেস্ক , আপলোডের সময় : শুক্রবার, ২১ অক্টোবর, ২০২২ , আজকের সময় : বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪

আলফ্রেড নোবেলের জন্মদিন আজ।

কাজী মোস্তফা রুমি, স্টাফ রিপোর্টার :আজ রসায়নবিদ, প্রকৌশলী, উদ্ভাবক ও অস্ত্র নির্মাতা আলফ্রেড বের্নহার্ড নোবেলের জন্মদিন। ১৮৩৩ সালের ২১শে অক্টোবর সুইডেনের স্টকহোমে জন্মগ্রহণ করেন তিনি। ১৯০১ সাল থেকে তার নামে ‘নোবেল প্রাইজ’ বা নোবেল পুরস্কার প্রদান শুরু হয়।
জন্মের বছরেই তার বাবা ইমানুয়েল নোবেল দেউলিয়া হন।
মায়ের নাম আন্দ্রিয়েতি। ১৮৫০-১৮৫২ সাল পর্যন্ত তিনি ফ্রান্সের পারি গিয়ে টি জুলস পিলৌজ গবেষণাগারে কাজ করেন।
১৮৬২ সালে তিনি নাইট্রোগ্লিসারিন নিয়ে পরীক্ষা-নিরীক্ষা শুরু করেন। ১৮৬৩ সালে তিনি নাইট্রোগ্লিসারিনজাত পণ্যের পেটেন্ট করেন। এটি এক ধরনের বিস্ফোরক। ১৮৬৫ সালে তার ব্লাস্টিং ক্যাপ নকশাটির উন্নতি করেন। তিনি সুইডেন থেকে জার্মানি এসে হামবুর্গ শহরের কাছে ক্রুমেল নামক স্থানে আলফ্রেড নোবেল অ্যান্ড কোম্পানি নির্মাণ করেন।
১৮৬৬ সালে তিনি যুক্তরাষ্ট্রে ইউনাইটেড স্টেটস ব্লাস্টিং অয়েল কোম্পানি প্রতিষ্ঠা করেন। একটি ভয়াবহ বিস্ফোরণে কারখানাটি ধ্বংস হয়ে যায়।
তিনি বুঝতে পারেন, নাইট্রোগ্লিসারিনের সঙ্গে কাইসেলগুর মেশালে তা স্থিত হয়। এই নতুন মিশ্র বিস্ফোরকের নাম দেন ডিনামাইট। ১৮৬৭ সালে ডিনামাইটের জন্য তিনি পেটেন্ট অর্জন করেন।
১৮৭১ সালে তিনি স্কটল্যান্ডের আর্ডিয়ারে ব্রিটিশ ডিনামাইট কোম্পানি প্রতিষ্ঠা করেন। ১৮৭৩ সালে ৪০ বছর বয়সে তিনি প্রভূত সম্পত্তির অধিকারী হন এবং প্যারিসে থিতু হন। তার নামে ৩৫০টি ভিন্ন ভিন্ন পেটেন্ট ছিল।
মৃত্যুর আগে উইল করে তিনি তার সুবিশাল অর্থ-সম্পত্তি নোবেল ইনস্টিটিউট প্রতিষ্ঠার জন্য রেখে যান। ১৮৯৬ সালের ১০ ডিসেম্বর তিনি মারা যান।