ডেইলী নিউজ বাংলা ডেস্ক , আপলোডের সময় : রবিবার, ২৩ অক্টোবর, ২০২২ , আজকের সময় : শুক্রবার, ২৩ মে, ২০২৫

জাতীয় সড়ক নিরাপদ দিবস উপলক্ষে ইয়ামাহা রাইডার্স ক্লাব,ফরিদপুর এর নতুন উদ্যোগ

বিধান মন্ডল (ফরিদপুর) প্রতিনিধিঃ
“হোক শপথ করব সড়ক নিরাপদ ” এই স্লোগানকে সামনে রেখে জাতীয় সড়ক নিরাপদ দিবস ২০২২ ইং উপলক্ষে ফরিদপুর জেলা শহরের বিভিন্ন গুরত্বপূর্ণ যায়গাই ঘুরে ঘুরে সড়কের নিরাপত্তা নিশ্চিত করনে গতিরোধক এবং জেব্রা- ক্রোসিং গুলো রং করেন। শুক্রবার (২১ অক্টোবর) রাত ১০ টা থেকে ২ টা পর্যন্ত ইয়ামাহা রাইডারস ক্লাব,ফরিদপুরের সদস্যরা।
এ সময় উপস্থিত ছিলেন, এ সি আই মটরস এর সিনিয়র মার্কেটিং অফিসার মোঃ আশিকুল ইসলাম , ইয়ামাহা রাইডারস ক্লাব ফরিদপুরের এডমিন সোহান মিয়া, মডারেটর আতিক ফয়সাল, বিল্লাল হোসেন, সোশ্যাল ওয়ার্ক হেডঃ দিদারুল ইসলাম,সিনিয়র মেম্বার,হাসিবুল ইসলাম হাসিব, সৈনিক হোসাইন সহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
গ্রুপের এডমিন সোহান মিয়া বলেন, জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে আমরা ইয়ামাহা রাইডার্স  ক্লাব, ফরিদপুর বিভিন্ন যায়গাই ঘুরে ঘুরে গতিরোধক এবং জেব্রা- ক্রোসিং গুলো রং করার মাধ্যমে পুনরায় দৃশ্যমান করা হয়। আমাদের মূল লক্ষ্য সড়কের দুর্ঘটনার ঝুঁকি কমিয়ে আনা। এছাড়াও আমরা নিদিষ্ট গতিসীমায় গাড়ি চালানোসহ বিভিন্ন সচেতনতা করা হয় সবার মাঝে। ধন্যবাদ সকলকে যারা আজকে এই সারা রাত জেগে আমাদের সার্বিক সহযোগিতা করেছেন।
তিনি আরো বলেন,রাস্তায় চলাচলের নিয়ম কানুন এবং সাবধানতার সাথে চলাচলে যেমন নিশ্চিত হবে বাইকারদের ঘরে ফেরা তেমনি এড়ানো সম্ভব হবে দুর্ঘটনা।