ডেইলী নিউজ বাংলা ডেস্ক , আপলোডের সময় : শনিবার, ২৯ অক্টোবর, ২০২২ , আজকের সময় : বুধবার, ১৪ মে, ২০২৫

বোয়ালমারীতে কমিউনিটি পুলিশিং ডে পালিত

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারী থানা পুলিশের আয়োজনে কমিউনিটি পুলিশিং ডে ২০২২ পালিত হয়েছে। শনিবার (২৯ নভেম্বর) বেলা ১১ টার দিকে পালন উপলক্ষে থানা থেকে একটি র ্যালি বের হয়ে পৌর বাজারের সড়ক গুলি প্রদিক্ষন শেষে থানা চত্বরে এসে শেষ হয়। র ্যালি শেষে থানা চত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় থানা অফিসার ইনচার্জ মুহাম্মদ আব্দুল ওহাবের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সিনিয়র সহকারী পুলিশ সুপার (মধুখালী সার্কেল) সুমন কর, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোশারেফ হোসাইন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. খালেদুর রহমান, উপজেলা আ’লীগের সহসভাপতি আসাদুজ্জামান মিন্টু, অধ্যক্ষ লিয়াকত হোসেন, জেলা যুবলীগের সদস্য শরীফ সেলিমুজ্জামান লিটু, নবনির্বাচিত জেলা পরিষদ সদস্য মোসা. জেসমিন সেলিম আল্পনা, হাসান সিকদার প্রমুখ। সভায় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিতি অংশ গ্রহন করেন।