বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের বোয়ালমারী থানা পুলিশের আয়োজনে কমিউনিটি পুলিশিং ডে ২০২২ পালিত হয়েছে। শনিবার (২৯.১০.২২) সকাল ১১টার দিকে পালন উপলক্ষে থানা থেকে একটি র্যালি বের হয়ে পৌর বাজারের সড়কগুলো প্রদিক্ষন শেষে থানা চত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ অনুষ্ঠান বর্জন করে থানার সামনে গরুহাটায় অবস্থান নেন উপজেলা ভাইস চেয়ারম্যান সৈয়দ রাসেল রেজাসহ ৬ ইউপি চেয়ারম্যান। অনুষ্ঠান বর্জনকারী চেয়ারম্যানগণ হলেন চতুলের মো. রফিকুল ইসলাম, বোয়ালমারী সদরের আব্দুল হক, সাতৈরের রাফিউল আলম মিন্টু, ঘোষপুরের ইমরান হোসেন নবাব, শেখরের কামাল হোসেন এবং রূপাপাতের মিজানুর রহমান সোনা। অন্য চার ইউপির চেয়ারম্যানরা দাওয়াতে আসেননি। এ ব্যাপারে চতুল ইউনিয়নের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম বলেন, নির্দিষ্ট সময় ১১টার ৭ মিনিটি আগে উপস্থিত হয়ে দেখি র্যালি শুরু হয়ে গেছে। আবার আলোচনা সভা শুরু হলে গিয়ে দেখি সেখানে চেয়ারম্যানদের কোন চেয়ার নেই। আসন না পেয়ে দুই ভাইস চেয়ারম্যানসহ আমরা সভাস্থান ছেড়ে চলে আসি। বর্তমানের কোন চেয়ারম্যানই পুলিশ কমিউনিটি ডের অনুষ্ঠানে থাকেনি। এ ব্যাপারে থানার সেকেন্ড অফিসার এসআই আক্কাস আলী বলেন, আমরাতো সবাইর বসার ব্যবস্থা করেছি। অনুষ্ঠানের শুরুতে তাঁরা (চেয়ারম্যান) এসে চলে গেছেন। একটু সময়তো দিবে ? কোন সুযোগ না দিয়েই তাঁরা সভাস্থান ছেড়ে চলে গেছেন। চেয়ারম্যানদের চেয়ার ফাঁকাই রয়েছে।বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আব্দুল ওহাব বলেন, এই থানা আপনাদের। আমরা এখানে কেউ চেয়ার দখল করতে আসিনি। আমরা (পুলিশ) বোয়ালমারী থানার মানুষের সেবা করতে এসেছি। আপনাদের থানা আপনাদেরই থাকবে। আমরা চলে যাবো। দয়া করে আমাদের উপর রাগ করবেন না। পুলিশকে সহযোগিতা করুন। পুলিশ আপনাদের সব রকম সেবা দিতে প্রস্তুত।
Print [1]