ডেইলী নিউজ বাংলা ডেস্ক , আপলোডের সময় : সোমবার, ৩১ অক্টোবর, ২০২২ , আজকের সময় : মঙ্গলবার, ৭ মে, ২০২৪

পঞ্চগড়ে চাউলের মার্কেটে চড়ুই পাখির মেলা

তোতা মিয়া (পঞ্চগড়), পঞ্চড়ে ছোট্ট চড়ুই পাখি সচরাচর চোখে না পড়লেও প্রায় বিলুপ্ত এই চড়ুই পাখি দেখাযায় পঞ্চগড় চাউল ক্রয় বিক্রয় মার্কেটে।

সন্ধা নামতেই চাউলের মার্কেটের এক কোনে বৈদ্যুতিক তারে হাজার হাজার চড়ুই পাখির মেলা বসে এমন দৃশ্য চোখে পড়লে ক্যামেরা বন্দি করেন অনেকেই। এরা মূলত এখানে আসে খাবারের সন্ধানে।

চাউল ব্যবসায়ীদের একজনের সাথে কথা বলে জানা যায়, তারা বলেন আমাদের এই চাউল মার্কেটে এসব চড়ুই পাখির কিচিরমিচির ডাকে আমরা সবাই মুগ্ধ। কেননা একসাথে এত চড়ুই পাখি পঞ্চগড়ের আর কোথাও দেখা যায় না, এখান থেকে কেউ চড়ুই পাখি ধরতে আসলে আমরা তা প্রতিহত করি। এখানে সারা দিনে ট্রাক থেকে চাল লোড আনলোড করার সময় যেসব চাল মাটিতে পড়ে থাকে সেসব চাল আহারের জন্যই তারা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কিচিরমিচির শব্দে রাত দিন কাটে। আমাদেরও দেখতে খুব ভালো লাগে, তাদের কিচির মিচির শব্দে মনে হয় বাজার এলাকায় থেকেও প্রকৃতির আবহ পাই।