ডেইলী নিউজ বাংলা ডেস্ক , আপলোডের সময় : মঙ্গলবার, ১ নভেম্বর, ২০২২ , আজকের সময় : সোমবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৫

রাজশাহীতে ট্রাকের ধাক্কায যুবক নিহত

রাজশাহী ব্যুরোঃ রাজশাহীর বেলপুকুর এলাকায় ট্রাকের ধাক্কায় রায়হানুল হক সজিব নামে এক যুবক নিহত হয়েছে । সোমবার রাত সোয়া ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত সজিব রাজশাহী নগরীর নিউমার্কেট এলাকার শফিকুল আলমের ছেলে।
নিহত সজিব সময় টিভির রিপোর্টার রায়দুল ইসলাম শুভ’র ছোটভাই।
পরিবার সূত্রে জানা গেছে, সজিব রাত ৯টার দিকে পুঠিয়া উপজেলার শিবপুর থেকে বন্ধুদের সাথে রাজশাহী নগরীতে ফিরছিলো। রাত সোয়া ৯টার দিকে বেলপুকুর এলাকায় পৌছালে রাজশাহী থেকে ছেড়ে যাওয়া একটি ট্রাক সজিবের মোটরসাইকেলে সামনে থেকে ধাক্কা দেয়। এতে সজিব গুরুতর আহত হয়। পরে তার সাথে থাকা বন্ধুরা সজিবকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে সজিবের সাথে থাকা বন্ধুরা জানান, ট্রাকে ধাক্কা দেয়ার পর সজিবকে হাসপাতালে নেয়ার জন্য সেখানে কোনো যানবাহন ছিল না। এসময় তারা ৯৯৯ কল করলে পাশের বেলপুকুর থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। কিন্তু থানা পুলিশ কোনো ধরনের সহযোগিতা করেনি। এমনকি সজিবকে হাসপাতালে নেয়ার জন্য তাদের গাড়ি দেয়নি বলেও অভিযোগ করা হয়েছে।