ডেইলী নিউজ বাংলা ডেস্ক , আপলোডের সময় : মঙ্গলবার, ১ নভেম্বর, ২০২২ , আজকের সময় : বুধবার, ২ এপ্রিল, ২০২৫

পঞ্চগড়ে শিশু ধষণ চেষ্টার এর অভিযোগ

তোতা মিয়া (পঞ্চগড়), পঞ্চগড়ে চার বছরের শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগ,

গত রবিবার সকালে পঞ্চগড় সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়ন এর সর্দ্দার পাড়া গ্রামের মো.আজিজ পেশায় রং মিস্রী তার চার বছরের কন্যা সন্তানকে একই ইউনিয়নের মোঃ হায়দার (৬৫), নামের এক লম্পট শিশুটিকে চকলেট দেয়ার ছলে তার বাড়ির দোকান ঘরে ডেকে নিয়ে যায়। অতঃপর শিশুটিকে চকলেট হাতে দিয়ে তার প্যান্ট খুলে  তারপর এক পর্যায়ে লম্পট হায়দার শিশু টিকে ধর্ষণের চেষ্টা করলে শিশুটির চিৎকার শুনে তার মা বিলকিস আক্তার দৌড়ে এসে ধর্ষণের চেষ্টার আলামত দেখতে পায় এমতা অবস্থায় শিশুটির বাবা কে কর্মস্থল থেকে মোবাইল ফোনে ডেকে আনে এবং শিশুর বাবা তাৎক্ষণিকভাবে শিশুটিকে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে এনে ভর্তি করে। শিশুটি এখন চিকিৎসাধীন অবস্থায় রয়েছে, স্থানীয় সূত্রে জানা যায় এই লম্পট হায়দার এর আগেও এমন ঘটনা আরও ঘটিয়েছে। বিষয়টি নিয়ে কোটে মামলা হয়েছে।এবং প্রতিটি সচেতন মহলকে এই বিষয়টি নিয়ে সুবিচারের দাবি জানিয়েছেন ভুক্তভোগের পরিবার।