ডেইলী নিউজ বাংলা ডেস্ক , আপলোডের সময় : বৃহস্পতিবার, ৩ নভেম্বর, ২০২২ , আজকের সময় : বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫

দশমিনায় আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে জেল হত্যা দিবস পালন।

মোঃবেল্লাল হোসেন  দশমিনা(পটুয়াখালী) প্রতিনিধি মহান স্বাধীনতার স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেক মুজিবুর রহমানের সহচর ও মুক্তিযুদ্ধের সংগঠক জাতীয় চার নেতার শাহাদাৎ বার্ষিকী  উপলক্ষে  পটুয়াখালী দশমিনা উপজেলা আওয়ামীলীগ ও সহযোগি সংগঠনের উদ্যোগে যতাযথ মর্যদায় দিবসটি পালন করা হয়।
দিবসটি উপলক্ষে উপজেলা আওয়ামীলীগ স্থায়ী কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিতকরণ, বৃহস্পতিবার  সকাল ৯ টায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ,  আলেচনা সভা, দোয়া, মিলাদ ও মোনাজাতের আয়োজন করা হয়।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবদুল আজিজ,  সিনিয়র সহ-সভাপতি কাজী কালাম, সহ-সভাপতি কাজী কালাম, মশিউর রহমান ঝন্টু, যুগ্ম-সাধারণ সম্পাদক বাবু গৌতম রায়, সংগঠনিক সম্পাদক গাজী মিজান, সদস্য মুন্সি বাহাদুর আলম, যুবলীগের সভাপতি নাসির পালোয়ান,  ছাত্রলীগের সভাপতি আরিফ হোসেন সবুজ, সম্পাদক হাসান সেরেনিয়াবাদ সহ উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড আওয়ামীলীগ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।