ডেইলী নিউজ বাংলা ডেস্ক , আপলোডের সময় : বৃহস্পতিবার, ৩ নভেম্বর, ২০২২ , আজকের সময় : বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫

জাতীয় চার নেতার প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

কাজী মোস্তফা রুমি, স্টাফ রিপোর্টার: জেলহত্যা দিবস উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং রাজধানীর বনানী কবরস্থানে জাতীয় চার নেতার প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৃহস্পতিবার (৩ নভেম্বর) সকালে বনানী কবরস্থানে পুষ্পস্তবক অর্পণ করে জাতীয় ৪ নেতাকে এ শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী। শ্রদ্ধা নিবেদন শেষে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন শেখ হাসিনা। এসময় আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা তার সঙ্গে ছিলেন।
এর আগে সকালে ৭টায় ধানমন্ডি ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী। সেখানে প্রথমে সরকারপ্রধান হিসেবে এবং পরে দলীয় প্রধান হিসেবে আওয়ামী লীগ নেতাদের নিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন। এর পর দোয়া ও মোনাজাত করেন।