ডেইলী নিউজ বাংলা ডেস্ক , আপলোডের সময় : শুক্রবার, ৪ নভেম্বর, ২০২২ , আজকের সময় : বুধবার, ১৪ মে, ২০২৫

নৌকা বাইচ দেখতে গিয়ে লাশ হলো শরীফ

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি :  ফরিদপুরের বোয়ালমারী উপজেলার মাঝকান্দি-ভাটিয়াপাড়া আঞ্চলিক মহা সড়কের মজুরদিয়া ব্রীজের ঢালুতে সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। আর এ ঘটনাই আহত হয় আরেক মোটরসাইকেল আরোহী। নিহত ব্যক্তি ফরিদপুর জেলার কোয়াতআলী থানার হারুকান্দি গ্রামের বাসিন্দা মো.শরীফ (৪৫)। আহত ব্যক্তির পরিচয় এখনো জানা যায়নি। বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আব্দুল ওহাব জানান, শুক্রবার (৪ নভেম্বর) বিকালে ফরিদপুরের বোয়ালমারির মজুরদিয়া এলাকায় একটি বাসের সাথে সংঘর্ষে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে আহত হয়েছে একজন। তাকে উদ্ধার করে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি বলেন মোটরসাইকেল ওই দুই আরোহী মাগুরা জেলার মোহাম্মদপুর যাচ্ছিল নৌকা বাইচ দেখতে। এ সময় বাসের সাথে সংঘর্ষে মোটরসাইকেলের দুমড়ে মুছতে বাসের নিচে চলে যায় এতে ঘটনাস্থলেই এক আরোহি নিহত হন। লাশ বর্তমানে থানায় আছে।