ডেইলী নিউজ বাংলা ডেস্ক , আপলোডের সময় : সোমবার, ৭ নভেম্বর, ২০২২ , আজকের সময় : বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪

কৃষক প্রানপুরুষ আবদুস সাত্তার খানের ২৬তম মৃত্যু বার্ষিকী পালন 

মোঃবেল্লাল হোসেন
দশমিনা(পটুয়াখালী) প্রতিনিধি” এদেশ কৃষকের দেশ,কৃষক না বাঁচলে দেশ বাঁচতে পারেনা” প্রতিপাদ্য নিয়ে পটুয়াখালী দশমিনায় উপজেলায়  প্রখ্যাত কৃষক নেতা, কৃষক আন্দোলনের প্রান পুরুষ ভূমি আন্দোলনের পথিকৃৎ শিক্ষা অনুরাগী,শোষিত নিপীড়িত মানুষের বন্ধু,গনবুদ্ধিজীবি,মুক্তিযুদ্ধের সংগঠক কমরেড আবদুস সাত্তার খানের ২৬তম মৃত্যু বার্ষিকী পালন কারা হয়।
 দিবসটি উপলক্ষে ৭ নভেম্বর সোমবার মরহুম আবদুস ছত্তার খানের সমাধিতে উপজেলা কৃষক ফেডারেশন ও কৃষানী সভার নেতৃবৃন্দের পুস্পস্তাপক অর্পন,   র‍্যালী, দোয়া, মুনাজাত, কাঙ্গালি ভোজ ও আলোচনা সভা  অনুষ্ঠিত হয়। জহুর বাদ ডাঃ ডলি আকরব মহিলা কলেজে দোয়া, মিলাদ, মুজনাজাত ও কাঙ্গালী ভোজ বিতরন করা হয়। পরে ৪ টায় দশমিনা সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের মাঠে আলোচনা সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষাণী সভার সভানেত্রী ও দশমিনা উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ডাঃ শামসুন্নাহার খান ডলি,  বাংলাদেশ কৃষক ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি কমরেড বদরুল আলম, কবি সাহিত্যক,লেখক অমিতাভ চক্রবর্তী,  বাংলাদেশ কৃষক ফেডারেশনের কেন্দ্রীয় সাধারণত সম্পাদক জায়েদ ইকবাল খান,বাংলাদেশ কৃষক ফেডারেশনের সহ সভাপতি আবদুল মোতালেব মৃধা,যুগ্ন- সাধারণত সম্পাদক আবদুস সাত্তার হাওলাদার, বাংলাদেশ কৃষক ফেডারেশনের ভোলা জেলার নেতা আবদুল মালেক মেম্বার, আলম বাচ্চু,কৃষক ফেডারেশন দশমিনা উপজেলা শাখার সভাপতি নয়া মিয়া,কৃষক ফেডারেশন দশমিনা উপজেলা শাখার সাধারণত সম্পাদক প্রান কৃষ্ণ দাস সহ উপজেলা নেতৃবৃন্দ ও উপজেলা কৃষক- কৃষাণী গন।