ডেইলী নিউজ বাংলা ডেস্ক , আপলোডের সময় : সোমবার, ৭ নভেম্বর, ২০২২ , আজকের সময় : বুধবার, ২ এপ্রিল, ২০২৫

তিন তাসের মানুষ

মাহফুজ রিপন
পরোবাসি বিকেলে মনটা শুধু কাঁদে
হৃদয়ের চৌহদ্দি পেরিয়ে উঁকি দেয়
গেরহস্থের গোবরলেপা উঠোন।
ঘোর লাগা লাল ঘোড়ায় চেপে
হাজির হই দিঘলিয়ার মাঠে।
গহীনে কাব্যফুল দুচোখে মাছের ম্যূরাল
বুকেতে হাহাকার করে মেহগনির বুনন।
ঢোলেতে বাড়ি পড়ে মেঘা রাণী গান ধরে-
সব স্মৃতি মনে পড়ে জীবনের আবলতাবল।
তিন তাসের মানুষ পড়ে আছি নীল নদের তীরে
বুকেতে বাপের ভিটা চোখে গোবরলেপা উঠোন।