ডেইলী নিউজ বাংলা ডেস্ক , আপলোডের সময় : সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২০ , আজকের সময় : মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪

অবৈধ বালু উত্তলনের অপরাধে তসিকুল নামের এক যুবককে দেড় লাখ টাকা অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত

কুষ্টিয়ার দৌলতপুরের পদ্মায় ফিলিপনগর ইউনিয়ন সীমানায় অবৈধ বালু উত্তলনের অপরাধে তসিকুল নামের এক যুবককে দেড় লাখ টাকা অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার স্থানীয় উপজেলা প্রশাসন পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ভঙ্গে তসিকুল ইসলামের বিরুদ্ধে ওই রায় দেন সহকারী কমিশনার (ভূমি) আজগর আলী।

এসময় অবৈধ ভাবে বালু উত্তোলনকারীরা পরবর্তীতে আর এধরণের কাজ করবে না মর্মে মুচলেকাও দিয়েছে বলে জানিয়েছেন এসিল্যান্ড আজগর আলী। বৈরাগীর চর এলাকায় অভিযানে উপস্থিত থাকা উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার গণমাধ্যম কে জানান, পদ্মায় অবৈধ বালু উত্তলন বন্ধে আমরা জিরো টলারেন্স অবস্থানে আছি। কোন ভাবেই অবৈধ ভাবে বালুর এই বাণিজ্য করতে দেয়া হবে না। অভিযান আগেও চলেছে আগামীতেও অব্যাহত থাকবে।

উল্লেখ্য, সম্প্রতি অপর এক অভিযানে উত্তলন চক্রকে ধরতে না পারলেও অবৈধ ব্যবহারের যন্ত্রাংশ ধ্বংস করে প্রশাসন।এদিকে, বিশ্বস্ত মাধ্যমে জানা গেছে নদীতে নানা অপরাধ ঠেকাতে সার্বক্ষণিক নজরদারি রাখা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে।