ডেইলী নিউজ বাংলা ডেস্ক , আপলোডের সময় : শনিবার, ১২ নভেম্বর, ২০২২ , আজকের সময় : বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪

বোয়ালমারীতে ইউএনও‘র হস্তক্ষেপে বালু উত্তোলন বন্ধ

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারীতে ড্রেজার মেশিন বন্ধ করে দিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মোশারেফ হোসাইন।
জানা যায়, উপজেলার পরমেশ্বদী ইউনিয়নের পরমেশ্বদী গ্রামে কুমার নদীতে ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলন করছিলেন ফরিদপুরের এক ঠিকাদার। শনিবার (১২ নভেম্বর) দুপুরে খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোশারেফ হোসাইন ঘটনাস্থলে গিয়ে ড্রেজার মেশিনটি বন্ধ করে দেন। এ সময় ড্রেজার মেশিনের পাইপ খুলে সরিয়ে দেওয়া হয়।
ড্রেজার মালিক মিল্টন হোসেন বলেন, আমাকে দিয়ে ফরিদপুরের এক ঠিকাদার বালু উত্তোলন করছে। প্রতি ফুট বালু ৩ টাকা করে ওই ঠিকাদারের সাথে চুক্তিতে উঠাচ্ছি। প্রশাসন বন্ধ করে দিলে তো কিছু করার নেই।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোশারেফ হোসাইন বলেন,  ড্রেজার দিয়ে বালু উত্তোলনের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে।