ডেইলী নিউজ বাংলা ডেস্ক , আপলোডের সময় : সোমবার, ১৪ নভেম্বর, ২০২২ , আজকের সময় : বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪

দশমিনায় অবৈধ জাটকা পরিবহনের সময় ছয়জনকে জরিমানা

মোঃবেল্লাল হোসেন 
দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি
 গত ১১ নভেম্বর শনিবার সন্ধ্যা ৭ টায় পটুয়াখালী দশমিনা উপজেলার রনগোপালদী বাজারে ট্রাক ভর্তি ঝাটকা মাছ আটক করা হয়।
জানা যায়, উপজেলা থেকে ঢাকার উদ্দেশ্যে ট্রাকে করে অবৈধ  নিষেদ্ধ জাটকা পরিবহনের সময় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো.মহিউদ্দিন আল হেলাল ও দশমিনা থানা উপ-পুলিশ পরিদর্শন আবিদ গোলদার সহ সঙ্গীয় ফোর্স দুটি ট্রাক ও জাটকা জব্দ সহ ছয় জনকে আটক করে জরিমানা করেন।
 উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মহিউদ্দিন আল হেলাল বলেন দশমিনা থেকে নিষিদ্ধ জাটকা পরিবহনের সময় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে উপজেলার রনগোপালদী ইউনিয়ন বাজার থেকে জাটকা ভর্তি দুটি ট্রাক ও ৪-৫ মন জাটকা আটক করা হয় এবং ট্রাকের চালক হেলপার সহ ছয়জনকে ভ্রাম্যমাণ আদালতে মাধ্যমে মৎস্য সংরক্ষন আইন ১৯৫০ সনের ৪ ধারা মোতাবেক মালিক এবং ড্রাইভারসহ প্রত্যেককে পাঁচ হাজার টাকা করে ছয়জনকে ত্রিশ হাজার টাকা জরিমানা করা হয়। পরে জব্দকৃত জাটকা বিভিন্ন  মাদ্রাসা ও অসহায়দের মাঝে বিতরণ করা হয়।