ডেইলী নিউজ বাংলা ডেস্ক , আপলোডের সময় : সোমবার, ১৪ নভেম্বর, ২০২২ , আজকের সময় : সোমবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৫

রাজশাহীতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের সচেতনতামুলক মানববন্ধন

রাজশাহী ব্যুরোঃ  রাজশাহীতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামুলক মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। আজ সোমবার (১৪নভেম্বর) বেলা সাড়ে ১১টায় রাজশাহীর নগরীর অলকার মোড়ে রানীবাজার বালিকা উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্যোগে এ মানববন্ধন করা হয়। হাতে ডেঙ্গু প্রতিরোধ ও সচেতনতামুলক প্লে-কার্ড নিয়ে প্রায় ঘন্টাব্যাপী মানববন্ধন করে রানীবাজার বালিকা উচ্চবিদ্যালয়ের প্রায় শতাধিক শিক্ষার্থীরা।
মানববন্ধনে শিক্ষার্থীরা ডেঙ্গুকে ভয় না করে সচেতন হওয়ার আহ্বান জানান। একই সাথে ঘর বাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান, অফিস আদালত প্রাঙ্গন পরিস্কারের আহ্বান জানান।
মানববন্ধনে নগরীর রানীনগর স্কুলের প্রধান শিক্ষক সাদেকুল ইসলাম, সহকারি শিক্ষক বিমান কুমার, শিক্ষক শরিফুল ইসলাম, আকরামুল হকসহ অন্যান্য শিক্ষাকরা উপস্থিত ছিলেন। মানববন্ধনে সার্বিক সহযোগিতায় ছিলেন রানীনগর বালিকা উচ্চবিদ্যালয়। মানববন্ধন শেষে একটি র‌্যালী স্কুল প্রাঙ্গনে গিয়ে শেষ হয়।