ডেইলী নিউজ বাংলা ডেস্ক , আপলোডের সময় : মঙ্গলবার, ১৫ নভেম্বর, ২০২২ , আজকের সময় : সোমবার, ৪ আগস্ট, ২০২৫

সালথায় ফায়ার সার্ভিস সপ্তাহের শুভ উদ্বোধনী 

বিধান মন্ডল (ফরিদপুর) প্রতিনিধিঃ “দূর্ঘটনা-দুর্যোগ হ্রাস করি, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ি” এই প্রতিপাদ্য বিষয় কে সামনে রেখে ফরিদপুরের সালথায় তিনব্যাপী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ ২০২২ইং উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত। মঙ্গলবার (১৫ নভেম্বর) সকাল ১১টায় সালথা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের আয়োজনে ফায়ার সার্ভিসের কার্যালয় চত্বরে এর শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ আক্তার হোসেন শাহীন।
সালথা ফায়ার সার্ভিসের স্টেশনের অফিসার আঃ রাজ্জাকের সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন  উপজেলা নির্বাহী অফিসার ইউএনও মোঃ আক্তার হোসেন শাহীন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান রূপা বেগম। উপজেলা কৃষি অফিসার (কৃষিবিদ) জীবাংশু দাস।