বিধান মন্ডল (ফরিদপুর) প্রতিনিধিঃ কৃষিই সমৃদ্ধি এই প্রতিপাদ্য বিষয় কে সামনে রেখে ফরিদপরের সালথায় ২০২২-২৩ অর্থ বছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১৫ নভেম্বর) ১২টায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এই বীজ ও সার বিতরণ করা হয়। এসময় উপজেলার ৮টি ইউনিয়নে মোট ৩হাজার ২শত ২৫জন কৃষকের মাঝে রবি মৌসুমের বিভিন্ন জাতের বীজের সাথে ১০কেজি ডিএপি ও ৫কেজি এমওপি সার বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার ইউএনও মোঃ আক্তার হোসেন শাহীনের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা প্যালেন চেয়ারম্যান রূপা বেগম।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,
উপজেলা কৃষি অফিসার (কৃষিবিদ) জীবাংশু দাস, উপজেলা মৎস্য অফিসার রাজীব রায়, উপজেলা সমাজ সেবা অফিসার সৈয়দ ফজলে রাব্বি নোমান, উপজেলা জাইক্যা কর্মকর্তা মোঃ রিফাত রিয়াজ প্রমুখ।
Print [1]