ডেইলী নিউজ বাংলা ডেস্ক , আপলোডের সময় : বৃহস্পতিবার, ১৭ নভেম্বর, ২০২২ , আজকের সময় : শুক্রবার, ২৪ জানুয়ারী, ২০২৫

দৌলতপুরে অটোরিকশা উল্টে একই পরিবারের ৮ জন আহত

খোকন দৌলতপুর (কুষ্টিয়া)  কুষ্টিয়া দৌলতপুর উপজেলার রামকৃষ্ণপুর ইউপির ভাগজোত গ্রামে অটোরিকশা উল্টে একই পরিবারে ৮ জন আহত হযেছে বলে জানা গেছে। আহতদের দৌলতপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানাযায় বৃহস্পতিবার সকালে উপজেলার রামকৃষ্ণপুর ইউপির ভাগজোত গ্রামের আহাদ মোল্লা (৫৬) তার পরিবারের ৮ সদস্য নিযে এলাকায় নাদিমের অটোরিকশা ভাড়া করে তারাগুনিয়া এলাকায় এক আত্মীয় মারা গেলে সেখানে এসে দাফন সম্পন্ন করে দুপুর ১২ টাই পরিবারের লোকজন নিয়ে বাড়ি ফিরার পথে নিজ অটোরিকশার ড্রাইভার অন্য ভ্যান গাড়ি কে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রস্তার পাশে থাকা বিদ্যুতের খুটিতে ধাক্কা দিলে গাড়ি চালক নাদিম (৩৬) সহ আহাদ মোল্লা (৫৬), তার পিতা নিজাম মোল্লা (৭৬) মাতা আছিয়া খাতুন (৬৪) মিনারুল (৪৫), রাজিয়া খাতুন (৪৫), রিংকী খাতুন (১৯) সহ তার পরিবারের ৮ জন মারাত্মক ভাবে আহত হয়েছে।

এলাকাবাসী আহতদের  দ্রুত উদ্ধার করে দৌলতপুর হাসপাতালে ভর্তি করেছে। তাদের মধ্যে অটোরিকশা চালক নাদিম ও নিজাম মোল্লা আশংকাজনক অবস্থাই রয়েছে বলে কর্তব্যরক্ত চিকিৎসক জানিয়েছেন ।