ডেইলী নিউজ বাংলা ডেস্ক , আপলোডের সময় : শনিবার, ১৯ নভেম্বর, ২০২২ , আজকের সময় : বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪

দশমিনায় স্কিল ল্যাবের আয়োজনে গনিত উৎসব

মোঃবেল্লাল হোসেন 
দশমিনা(পটুয়াখালী) প্রতিনিধি পটুয়াখালী দশমিনা উপজেলা প্রশাসনের পৃষ্ঠপোষকতায় এবং দশমিনা স্কিল ল্যাবের আয়োজনে শনিবার সকাল ১০ টায় পরিষদ অডিটোরিয়ামে গনিত উৎসব অনুষ্ঠিত হয়।
উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মহিউদ্দিন আল হেলাল, সরকারি আবদুর রশিদ তালুকদার কলেজের প্রভাষক মোঃ সলাহউদ্দি খায়ের, রেসিডেনসিয়াল স্কুলের প্রধান শিক্ষক রবিউল হাসান।
পরীক্ষায় অংশগ্রহন করি শিক্ষার্থী রায়হান বলেন, আজকে পরীক্ষা দিয়ে আমার খুব ভালো লাগছে।  এরকম আয়োজন প্রতি বছর দশমিনা উপজেলায় করা হলে আমরা উপকৃত হতাম৷
এ বিষয়ে মাধমিক শিক্ষক সমিতির সভাপতি কাজী আনোয়ার হোসেন বলেন,  আসলে দশমিনা উপজেলায় প্রথমবারের মতো গনিত উৎসবের আয়োজন করা হয়েছে।  আমাদের শিক্ষার্থীরা আশার আলো দেখছে। আমার অভিভাবকরাও খুশি এবং সর্বাধিক উপস্থিতি লক্ষ করা গেছে। আমাদের ইউএনও মহোদয় বিষয়টা একমাস আগে থেকেই জানিয়ে দেন এবং স্কুলে স্কুলে গিয়ে শিক্ষার্থীদের সাথে প্রশ্নের ধরণ সম্পর্কে আলোচনা করেন। ফলে শিক্ষার্থীরা অনেকটা উৎসাহের সাথে অংশগ্রহণ করছে। সর্বোপরি এমন একটা উদ্যোগকে সাদুবাদ জানিয়ে দশমিনা উপজেলা মাধ্যমিক পরিবারের পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসার মহোদয়কে ধন্যবাদ জানাই।
ইউএনও বলেন, পটুয়াখালী জেলায় দশমিনা উপজেলা শিক্ষা ব্যবস্থাপনা খুবই নাজুক তাই শিক্ষার মানকে সময় উপযোগী করতে এবং শিক্ষার্থীদের শিক্ষার প্রতি মনোযোগি করার জন্য  তিনটি ক্যাটাগরিতে জুনিয়র ৬ষ্ঠ থেকে ৮ম,  মাধ্যমিক ৯ম থেকে এসএসসি এবং উচ্চ মাধ্যমিক একাদশ থেকে ডিগ্রি পর্যন্ত ভিন্ন ভিন্ন প্রশ্নে পরীক্ষা নিয়েছি।  এর আগে সকাল ৮টা থেকে ৯টা পর্যন্ত শিক্ষার্থীদের রেজিষ্ট্রেশনের মাধ্যমে সকাল ১০টায় পরীক্ষা শুরু হয়। তিনি আরো বলে এর মাধ্যমে শিক্ষার্থীরা নতুন কিছু শিখবে এবং পড়াশুনায় মনোযোগী হবে।